Skip to content

এই ৯টি দেশে বিয়ের আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে দেওয়া হয় এমন সাজা যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে!

img 20221220 155941

সভ্যতার সাথে সাথে আমাদের সমাজ আধুনিকতার মাধ্যমে অনেক দূর এগিয়ে এলো এখনও মানুষের মন-মানসিকতায় সেই আধুনিকতার ছাপ স্পষ্ট নয়। এখনও আমাদের সমাজে বিয়ের আগে শারীরিক সম্পর্ককে নিন্দার চোখে দেখা হয়। তবে এর জন্য আমাদের ভারতে কোনও দণ্ডনীয় শাস্তির আইন নেই। কিন্তু পৃথিবীতে এমন ৯ টি দেশ আছে যেখানে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ালে দণ্ডনীয় শাস্তি দেওয়া হয়।

১) কাতার (Qatar) –

Qatar

এই দেশ ইসলাম ধর্মাবলম্বী। এই দেশে বিয়ের পূর্বে কোনও রকমের শারীরিক সম্পর্ককে শাস্তিযোগ্য কাজরূপে দেখা হয়। কোনও শারীরিক ঘটনা ঘটলে ছেলেদের ও মেয়েদের শাস্তিস্বরূপ পাথর দিয়ে আঘাত, কোড়া বা চাবুক দিয়ে আঘাত করা হয়। ১ বছর পর্যন্ত কারাবাসেরও বিধান আছে।

২) সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirates)-

United Arab Emirates

এই দেশে বিবাহের পূর্বে ছেলে মেয়েদের মধ্যে কোন শারীরিক সম্পর্ক ঘটেছে কিনা তা প্রমাণ করতে  ৪ জন সাক্ষীর প্রয়োজন হয়।  বিষয়টি প্রমাণিত হলে শাস্তি স্বরূপ পাথর দিয়ে আঘাত বা কোড়া দিয়ে আঘাত করার নিয়ম রয়েছে।

৩) ইরান (Iran) –

Iran

এই দেশে নারী-পুরুষরা অবিবাহিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লে ১০০ চাবুক মারার নিয়ম রয়েছে।  এছাড়ার দম্পতিদের মধ্যে এই ব্যাপার ঘটলে পাথর দিয়ে আঘাত করার নিয়ম রয়েছে।

৪) আফগানিস্তান (Afghanistan)-

Afghanistan

সম্প্রতি এই দেশে তালিবানি শাসন শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে গেছে। এই দেশে প্রাক বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়লে পাথরবৃষ্টির সাহায্যে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা হয়।

৫) পাকিস্তান (Pakistan) –

Pakistan

ভারতের এই প্রতিবেশী দেশে এমন ঘটনা ঘটলে ব্যভিচারের অপরাধ স্বরূপ ফাঁসি দেওয়া হয় এবং পুরুষদের ৫ বছরেরও উর্দ্ধে কারাগারে বন্দি করে রাখা হয়।

৬) সোমালিয়া (Somalia)-

Somalia

এই দেশের নিয়ম অনুসারে বিয়ের পূর্বে সম্পর্ক স্থাপন অনৈতিক এবং নিন্দা জনক কাজ হিসেবে গণ্য হয়। ২০০৮ সালে এমন একটি ঘটনায় অভিযুক্ত মহিলাটিকে পাথর দ্বারা আঘাত করে মেরে ফেলা হয়।

৭) সুদান (Sudan) –

Sudan

এখানেও সোমালিয়া দেশের নিয়মই অনুসরণ করা হয়। ২০১২ সালে এই ঘটনায় অভিযুক্ত একটি মহিলাকে অপরাধের ভিত্তিতে মেরে ফেলা হয়।

৮) ফিলিপিন্স (Philippines)-

Philippines

এখানেও বিয়ের পূর্বে শারীরিক সম্পর্ক তো অনেক দূর, স্বেচ্ছায় লিভ-ইন সম্পর্ককেও মান্যতা দেওয়া হয় না।

৯) মালয়েশিয়া (Malaysia) –

Malaysia

এই দেশেও অবিবাহিতদের শারীরিক সম্পর্কের ওপর প্রতিবন্ধকতা রয়েছে। শাস্তিস্বরূপ এই দেশে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ৬ মাস পর্যন্ত কারাবাসের শাস্তি দেওয়ার বিধান রয়েছে।

Share