Skip to content

Vi গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর, একাধিক রিচার্জে মিলছে 60 টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন! কিভাবে করবেন বিস্তারিত জানতে

বর্তমানে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি গ্রাহক পিছু আয় বাড়াতে রিচার্জের উপর ক্যাশব্যাক ও কুপন অফার গুলি উঠিয়ে নিয়েছে। তবে বর্তমানে Vodafone-idea অর্থাৎ Vi টেলিকম সংস্থা পুনরায় গ্রাহকদের রিচার্জের উপর 60 টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন রিচার্জ প্ল্যান এর উপর আপনি 60 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।কোন কোন রিচার্জ প্লান এ আপনি 60 টাকা পর্যন্ত ছাড় পাবেন আসুন জেনে নেওয়া যাক। বর্তমানে Vi বাছাই করা কয়েকটি রিচার্জ প্ল্যান এ বিশেষ এই ডিসকাউন্ট কুপন দিচ্ছে। বিশেষ প্লান রিচার্জ করলে এই কুপন অ্যাড হয়ে যাবে এবং পরবর্তী রিচার্জে আপনি 60 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

Vi এর 249, 399, 401, 449, 599, 699, 801 এবং 1197 টাকার প্রিপেড প্ল্যান এ এই ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে। যদিও সংস্থাটির ওয়েবসাইটে এই আটটি রিচার্জ প্ল্যান এর মধ্যে শুধুমাত্র 249 টাকা, 399 টাকা , ও 599 টাকার রিচার্জ প্ল্যান এই ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে।বাকি রিচার্জ প্ল্যান গুলিতে নিশ্চিত ভাবে বলা জাচ্ছে না যে ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে কিনা।

• Vodafone idea (Vi) এর 249 টাকার প্রিপেড প্ল্যান।

249 টাকা রিচার্জে গ্রাহক প্রতিদিন 1.5 GB করে হাই স্পিড ডেটা+ যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা+ প্রতিদিন 100 টি করে SMS বিনামূল্যে প্রদান করা হচ্ছে। বৈধতা থাকছে 28 দিনের জন্য। এর সাথে 20 টাকার ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে।

VI

Vodafone Idea

Vodafone idea (Vi) এর 399 টাকার প্রিপেড প্ল্যান।

399 টাকা রিচার্জে গ্রাহক প্রতিদিন 1.5 GB করে হাই স্পিড ডেটা+ যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা+ প্রতিদিন 100 টি করে SMS বিনামূল্যে প্রদান করা হচ্ছে। বৈধতা থাকছে 56 দিনের জন্য। এর সাথে 40 টাকার ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে।

Vodafone idea (Vi) এর 599 টাকার প্রিপেড প্ল্যান।

599 টাকা রিচার্জে গ্রাহক প্রতিদিন 1.5 GB করে হাই স্পিড ডেটা+ যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা+ প্রতিদিন 100 টি করে SMS বিনামূল্যে প্রদান করা হচ্ছে। বৈধতা থাকছে 84 দিনের জন্য। এর সাথে 60 টাকার ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে।

VI

Vodafone idea (Vi) এর উক্ত এ তিনটি রিচার্জ প্ল্যান এ আর অতিরিক্ত কিছু বিশেষ অফার দেওয়া হচ্ছে। যেমন এই রিচার্জ প্ল্যান গুলিতে Weekend Data Rollover এর সুবিধা পাওয়া যাবে অর্থাৎ গ্রাহকরা সোম থেকে শুক্র বার পর্যন্ত যতটা ডেটা সঞ্চয় করতে পারবে সেই সঞ্চিত ডেটা শনিবার এবং রবিবার ব্যবহার করতে পারবে। এছাড়াও Binge All Night নামে একটি বিশেষ অফার গ্রাহকদের দেওয়া হচ্ছে। অর্থাৎ রাত 12 টা থেকে ভোর 6 টা পর্যন্ত নির্দিষ্ট ডেটা লিমিট ছাড়াই আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে। এছাড়াও Vi Movies and TV এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Share