হায়দ্রাবাদের সংস্থা Gravton Motors লঞ্চ করল নতুন ইলেকট্রিক স্কুটার Gravton Quanta। সংস্থার দাবি একবার চার্জে এই ইলেকট্রিক স্কুটার (electric bike) দেড়শ কিলোমিটার রেঞ্জ দেবে। এই ইলেকট্রিক স্কুটার টির ফিচারস ও স্পেসিফিকেশন গুলি বিস্তারিত দেখে নেওয়া যাক।
• Gravton Motors সংস্থার দাবি তাদের এই ইলেকট্রিক স্কুটার 10 টাকা মূল্যের চার্জে প্রায় 100 কিলোমিটার চলতে সক্ষম।
•এই ইলেকট্রিক স্কুটার এ 3 kWh lithium-ion ব্যাটারি রয়েছে যা একবার চার্জে দেড়শ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে বলে সংস্থার দাবি।
•এই স্কুটারে অতিরিক্ত একটি ব্যাটারি রাখার সুবিধা রয়েছে।এর ফলে একটি ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে অন্য ব্যাটারি লাগিয়ে দ্বিগুণ রেঞ্জ পাওয়া যাবে।
•ইলেকট্রিক স্কুটার (electric bike) এ 3Kw BLDC মোটর রয়েছে, যা সর্বাধিক 170 NM টর্ক উৎপন্ন করে। এই স্কুটারটির সর্বোচ্চ স্পিড রয়েছে 70km/ঘন্টা।
•Gravton Motors সংস্থার দাবি এই ইলেকট্রিক স্কুটার এ ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে। Gravton Quanta স্কুটার টি মাত্র 90 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ফাস্ট চার্জিং মোড এ প্রায় 1 km/ মিনিট হারে চার্জ নেয়। নরমাল মোড এ ফুল চার্জ হতে 3 ঘন্টা সময় লাগে। Gravton Motors ব্যাটারির উপর 5 বছরের warranty দিচ্ছে।
•লাল, সাদা, কালো এই তিনটি রঙের কম্বিনেশন আপনি পেয়ে যাবেন।
•আপাতত এর introductory price 99000/- টাকা রাখা হয়েছে। তবে এটি পরে বেড়ে 1.1 লক্ষ টাকা থেকে 1.2 লক্ষ টাকা হবে।
•প্রাথমিকভাবে Gravton Quanta হায়দ্রাবাদ এই অনলাইনে বুকিং করা যাবে, পরে অন্যান্য শহরে বুকিং চালু করার পরিকল্পনা করছে Gravton Motors সংস্থা।