বর্তমানে দেশের কেন্দ্র ও রাজ্য সরকারের সমবেত প্রচেষ্টায় দেশের কৃষক, মহিলা ও কন্যা সন্তানদের জন্য নানা রকমের প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন রকমের আর্থিক সহায়তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। যার ফলে তারা আর্থিক দিক থেকে কিছুটা হলেও স্বাবলম্বী হচ্ছে। আজ আমি আপনাদের এমন একটি সরকারি প্রকল্প বা স্কিম এর কথা বলবো যাতে আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে সে 15000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। আসুন সেই প্রকল্প সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
সরকারের এই স্কিমটির নাম হল Kanya Sumangla Yojana। এই স্কিম টি উত্তরপ্রদেশের মেয়েদের জন্য। উত্তরপ্রদেশ সরকার সেখানকার কন্যা সন্তানের জন্য এই স্কিম চালু করেছে। কন্যা সুমঙ্গলা যোজনা 2021 এ উত্তরপ্রদেশের মেয়েরা সরকারের কাছ থেকে 15000 টাকা আর্থিক সহায়তা পাবে। এই স্কিমে কি কি সুবিধা দেওয়া হবে তা জেনে নেওয়া যাক।
এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তান 15000 টাকা পাবে এবং সরকার 6 টি কিস্তিতে এই টাকা কন্যা সন্তানদের একাউন্টে জমা করবে।
কন্যা সুমঙ্গলা যোজনা (Kanya Sumangla Yojana) এর টাকা পাওয়া যাবে?
- প্রথম কিস্তির জন্য 2000 টাকা – একটি কন্যা সন্তানের জন্মের উপর ভিত্তি করে এই টাকা দেওয়া হবে।
- দ্বিতীয় কিস্তির জন্য 1000 টাকা দেওয়া হবে এক বছর পর্যন্ত সন্তানের টিকা দেওয়ার জন্য।
- তৃতীয় কিস্তির জন্য 2000 টাকা – ক্লাস 1-এ ভর্তির জন্য
- চতুর্থ কিস্তির জন্য 2000 টাকা – ক্লাস 6-এ ভর্তির জন্য দেওয়া হবে।
- পঞ্চম কিস্তির জন্য 3000 টাকা দেওয়া হবে ক্লাস 9-এ ভর্তির জন্য।
- ষষ্ঠ কিস্তির জন্য 5000 টাকা
- ক্লাস 10 বা ক্লাস 12 পাশের পরে বা 2 বছরের বেশি মেয়াদের ডিপ্লোমা কোর্সের পরে দেওয়া হবে।
কারা কন্যা সুমঙ্গলা যোজনা এর জন্য যোগ্য?
• আবেদনকারীকে অবশ্যই উত্তর প্রদেশের বাসিন্দা হতে হবে।
• একটি স্থায়ী বসবাসের শংসাপত্র থাকতে হবে। যাতে রেশন কার্ড / আধার কার্ড / ভোটার আইডি কার্ড / বিদ্যুৎ / টেলিফোন বিল বৈধ থাকতে হবে।
• পারিবারিক বার্ষিক আয় সর্বোচ্চ তিন লক্ষ টাকা এরমধ্যে হতে হবে।
• একটি পরিবারের সর্বাধিক দুটি কন্যা এই প্রকল্পের সুবিধা পাবে। এবং সর্বোচ্চ দুই সন্তান থাকতে হবে।
• প্রথম সন্তান যদি মেয়ে হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি দুটি যমজ কন্যা সন্তান হয় সেক্ষেত্রে তিনজন কন্যা সন্তান ই এই প্রকল্পের সুবিধা পাবে।
উত্তর প্রদেশ সরকারের এই স্কিম সম্পর্কে বিশদে জানতে https://mksy.up.gov.in/women_welfare/index.php ওয়েবসাইট চেক করতে পারেন।