Skip to content

এবার দেশের নাগরিকরা পাবেন একেবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সহ ১৬০০ টাকা, বিস্তারিত জানতে

দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার দেশের বাজেট পেশ করেছেন। এই বাজেটে দেশের গরিব মানুষ, চাষী, সাধারণ মানুষের উপর বিশ্বের নজর রাখা হয়েছে।
কেন্দ্র সরকার দেশের আট কোটি গরিব পরিবারকে উজ্জ্বলা যোজনা এর আওতায় এনেছে। এবারের বাজেটে অর্থমন্ত্রী আরো এক কোটি পরিবারকে এই উজ্জ্বলা যোজনার আওতায় আনতে চলেছে বলে ঘোষণা করেছেন ।

Cylinder

বাজেট অনুযায়ী এই উজ্জ্বলা যোজনায় দারিদ্র সীমার নিচে(below poverty line ,BPL) বসবাস পরিবারগুলিকে অন্তর্ভুক্ত করা হবে।

উজ্জ্বলা প্রকল্পের আওতায় এই বিপিএল শ্রেণীর পরিবারগুলিকে 1600 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য আপনাকে প্রথমত BPL হতে হবে, এবং তারপর আপনাকে একটি কেওয়াইসি (KYC) ফরম ফিলাপ করতে হবে। আপনি এর কেওয়াইসি ফর্ম টি অনলাইনেও ফিলাপ করতে পারেন। এই ফর্মে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি 5 kg না 14.2 kg সিলিন্ডার (Gas Cylinder)  নিতে চান।


এছাড়াও আপনি আপনার নিকটবর্তী ডিলারের সঙ্গে যোগাযোগ করে সমস্ত তথ্য জানতে পারেন। এ প্রকল্পের জন্য আপনার যাবতীয় নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

Share