কিছু মাস পূর্বে থেকেই দেখা যাচ্ছে বেশ কয়েকটি বড় বড় সরকারি কোম্পানিকে সরকার বিক্রি করে দিচ্ছে বেসরকারি কোম্পানির কাছে। এই নিয়ে অনেক তর্ক-বিতর্ক চলা সত্ত্বেও সম্প্রতি ভারত সরকার আবারও এই দুটি সরকারি সংস্থাকে বেসরকারি করতে চলেছে। Air India-র এক আধিকারিক জানিয়েছেন, এই সহযোগী প্রতিষ্ঠানটি এআইএএসএল (AIASL) এবং এআইইএসএল (AIESL) এই দুটি সংস্থাকে বিচ্ছিন্ন করে বেসরকারি সংস্থা করতে চলেছে ভারত সরকার।
বিনিয়োগ এবং পাবলিক অ্যাসেস্ট ম্যানেজমেন্ট বিভাগ এই দুটি সংস্থার বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক শুরু করেছেন। খুব শীঘ্রই EOI আমন্ত্রণ পাওয়া যাবে বিনিয়োগকারীদের কাছে থেকে। আগের বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়াকে ১৮,০০০ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল টাটা কোম্পানির কাছে। তখন পুরোপুরি ভাবে বিক্রি না হলেও এই বছর জানুয়ারি মাসে এর ইন্ডিয়াতে সম্পূর্ণভাবে টাটা কোম্পানির কাছে স্থানান্তরিত করা হয়।
সেই সময় এয়ার ইন্ডিয়ার এই চারটি সংস্থা (AIASL, AIESL, AAAL এবং HCL) টাটার চুক্তিতে ছিল না। বর্তমানে ১৫ হাজার কোটি টাকার বিনিময়ে সাবসিডিয়ারি ও নন-কোর অ্যাসেস্ট গুলি হস্তান্তরিত করা হয়েছে একটি এসপিভি (SPV) এয়ার ইন্ডিয়া অ্যাসেস্ট হোল্ডিং লিমিটেডে।
খবর সূত্রে জানা গেছে সরকারের এই দুটি সংস্থাকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত অনেক আগে থেকেই ছিল এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সাবসিডিয়ারি ও নন-কোর অ্যাসেস্ট গুলিও পরবর্তী সময়ে অবশ্যই বেসরকারি সংস্করণের আওতায় আসবে। সম্প্রতি সেই প্রসঙ্গে একটি বৈঠক করন আয়োজিত হয়েছিল। যেখানে বলা হয়েছে ভারত সরকার এবার AIASL এবং AIESL এই দুটি সংস্থার দায়িত্ব থেকে সরে যেতে চান।