আমরা নানান সময় গুগল প্লে স্টোর (Play Store) থেকে নানা ধরনের অ্যাপ(app) ডাউনলোড করে থাকি। কিন্তু আপনি কি জানেন সেই সব অ্যাপস গুলির মধ্যে অনেকগুলি প্রতারক অ্যাপ থাকে? কিন্তু এইসব অ্যাপস গুলি সম্বন্ধে আপনি কিছু জানতে পারবেন না যে এগুলি প্রতারক অ্যাপ। কিন্তু আপনার জানার অন্তরালেই এই সমস্ত অ্যাপস গুলি আপনার বড় ক্ষতি করে তোলে। এই অ্যাপসগুলোকে বলা হয় CopyCatz অ্যাপস।
সম্প্রতি গুগল 37 টি অ্যাপ প্লে স্টোর (Play Store) থেকে সরিয়ে দিল। এছাড়াও কয়েক মাস আগে আরো 164 টি CopyCatz অ্যাপস প্লে স্টোর থেকে সরানো হয় গুগোল এর তরফ থেকে। জানানো হয় এই অ্যাপসগুলি ডাউনলোড এর সংখ্যা 10 কোটিরও বেশি।
CopyCatz Apps Play Store
CopyCatz অ্যপস গুলির মূলত কাজ হলো ইউজারদের স্মার্টফোনের প্রয়োজনীয় তথ্য গুলি কে কপি করা। যখন আমরা এই সমস্ত প্রতারক অ্যাপস গুলি কে স্মার্টফোনে ওপেন করি ঠিক তখনই আমাদেরকে কিছু ভুয়া বিজ্ঞাপন দেখানো হয়। আমরা তখনই এই প্রতারক অ্যাপগুলোর কবলে পড়ি যখন ওই ভুয়া বিজ্ঞাপন গুলিতে আমরা ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গেই স্মার্টফোনে ম্যালওয়্যার ঢুকে যায়।এবং এর ফলে শুরু হয় আপনার প্রয়োজনীয় তথ্যের প্রতিলিপি অর্থাৎ কপি করা।
প্রতারক অ্যাপ গুলির মধ্যে Inatant Loan গুগোল 100 টি প্লে স্টোর থেকে রিমুভ করেছে। Ministry of electronics and information technology এর তরফ থেকে জানানো হয় এইসব ইনস্ট্যান্ট লোন অ্যাপস গুলি গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য চুরি করে এবং অপব্যবহার করে। এছাড়াও গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে ( dark web ) এ শেয়ার করে গ্রাহকদের ব্ল্যাকমেইল করা হয়।
নতুন বছরের শুরুতে গুগল প্লে স্টোর বারকোড স্ক্যানার অ্যাপস (appa) গুলি রিমুভ করে। গ্রাহকদের অভিযোগ ছিল এই অ্যাপস গুলিতে অপ্রত্যাশিত কিছু বিজ্ঞাপন দেওয়া হয়। এই অ্যাপস গুলির প্রতারণার বিষয়টি সর্ব প্রথম লক্ষ্য করে malware website forum। এই সমস্ত প্রতারক অ্যাপগুলি প্রথম একটি জাঙ্ক বিজ্ঞাপন (junck ad) খুলে জবার মধ্যে default browser এ নিয়ে গিয়ে রকের প্রয়োজনীয় তথ্য কপি করতে শুরু করে। এবং সেগুলিকে ডার্কওয়েবে শেয়ার করা হয়।
বিষয়টি গুগলের নজরে আসার সাথে সাথে সেই সমস্ত অ্যাপসগুলোকে তৎক্ষণাৎ গুগল প্লে স্টোর থেকে রিমুভ করা হয়।এই সব অ্যাপস গুলো ডাউনলোড সংখ্যা প্রায় 10 মিলিয়ন এর ও বেশি ছিল। রিমুভ করার পরেও যদি কোনো গ্রাহকের মোবাইলে অ্যাপস গুলি ডাউনলোড থেকে থাকে তাহলে সেগুলো কে আনইন্সটল করার পরামর্শ দিয়েছে গুগোল।
আসুন এখন আমরা গুগোল এর তরফ থেকে যে 37 টি CopyCatz অ্যাপস গুগল প্লে স্টোর (play store) রিমুভ করা হয়েছে সেগুলিকে এক নজরে দেখে নেয়া যাক।
•Super Phone Cleaner 2020
•Repair System For Android &
Speed Booster
•Secure Gallery Vault: Photos, Videos Privacy Safe
•Ringtone maker – Mp3 cutter
•Smart Cleaner-Battery Saver
•Name Art Photo Editor
•Max Cleaner – Speed Booster Pro 2021
•Super Booster
•Chronometer
•Rain Photo Maker – Rain Effect Editor
•Loudest alarm clock ever
•Video Music Cutter & Merge Studio
•Wifi File Transfer 2019
•Ringtone Maker Ultimate New Mp3 Cutter
•WPS WPA Wifi Test
•Lock app with Password – App lock All App Protector
•Photo Editor Awesome Frame Effects 3D
•Lovedays Memory 2020 – Love Counter Together
•Magnifier Zoom + Flashlight
•Moto cross Racing 2018
•Wifi Speed Test
•Nox Cool Master – Cool Down 2020
•OS 13 Launcher – Phone 11 Pro Launcher
•Wifi Key – Free Master Wifi
•OS Launcher 12 for iPhone X
•Battery Saver Pro 2020 – New Power Saver
•Block Puzzle 102 New Tentris Mania
•DJ Mixer Studio 2018
•GPS Speedometer
•Graffiti Photo Editor – Graffiti Creator
•iSwipe Phone X
•3D Photo Editor
•Applock 2020 – App Locker and privacy guard
•3D Tattoo Photo Editor & Ideas
•App Lock New 2019 – Privacy Zone & Lock your apps
•Audio Video Editor And Audio Video Mixer
•Assistive Touch 2020