বর্তমান সময়ে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে চলেছে। তবে এরই মধ্যে সুরা প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের মানুষের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে। আগামী 16 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে ব্রিটিশ ওয়াইনের (Wine) দাম যথেষ্ট কমানো হয়েছে। কেবলমাত্র ব্রিটিশ ওয়াইন নয়, চিল্ড বিয়ারের দামও উল্লেখযোগ্যভাবে সস্তা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিলিতি মদের দাম এখনকার তুলনায় প্রায় 25% কমে যাবে।
করোনাকালীন পরিস্থিতিতে লকডাউন চলাকালীন গত বছর মার্চের শেষ সপ্তাহ থেকেই সরকারের রাজস্ব আদায় প্রায় থমকে গিয়েছে। এর ফলে, সরকার মদের উপর 30% বিক্রয় কর আরোপ করতে বাধ্য হয়েছিল। যা পরে অতিরিক্ত আবগারি শুল্কে পরিণত হয়। এর ফলস্বরূপ, অ্যালকোহল এর দাম তীব্রভাবে বেড়ে গিয়েছিল। ফলে প্রতি লিটার বিক্রিতে ব্যাপক হ্রাস পেয়েছিল। গতবছরের অ্যালকোহলের দামের এই ব্যাপক বৃদ্ধির ফলাফল 2020-21 সরকারের মোট আবগারি রাজস্ব আদায়ে প্রতিফলিত হয়েছে।
তাই সম্প্রতি এই আবগারি শুল্ক কমাতে চলেছে রাজ্য সরকার। প্রশাসনের অনুমান, এর ফলে বাজারে বিলিতি মদের, বিয়ারের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যার ফলস্বরুপ, রাজ্যের মোট আবগারি রাজস্ব বাড়বে। বিশেষজ্ঞদের মতে ,চোলাই মদের দাম এর ফলে প্রায় 25 শতাংশ কমে যাবে। রাজ্যের অর্থ বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার আবগারি শুল্কের হার সংশোধন করেছে। এর ফলে ভারতে উৎপাদিত বিয়ার ও বিলিতি ওয়াইনের দাম রাজ্যে ব্যাপক কমে যাবে। সর্বাধিক 2000 টাকার MRP ক্ষেত্রে, এই দাম 100 থেকে 450 টাকা কমে যাবে। এবং সর্বাধিক 2200-2300 টাকার MRP ক্ষেত্রে, দাম 500-600 টাকা কমে যাবে।
আসুন একনজরে দেখে নেওয়া যাক 16 ই নভেম্বর থেকে বিভিন্ন মদের 700ml বোতলের দাম কত কমছে-
- রয়েল স্ট্যাগ 980 টাকা থেকে 710 টাকা।
- ব্লেন্ডার প্রাইড 1350 থেকে 920 টাকা।
- রয়েল চ্যালেঞ্জ 1000 টাকা থেকে 730 টাকা।
- অ্যান্টিকুইটি ব্লু 1610 টাকা থেকে 1200 টাকা।
- ম্যাকডওয়েল সেলিব্রেশন রাম 640 টাকা থেকে 580 টাকা।
তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, পুরনো স্টক শেষ না হওয়া পর্যন্ত স্টোর গুলি নতুন মূল্যের কোন স্টক নেবে না। একজন প্রশাসনিক কর্মকর্তার মতে, অ্যালকোহলের আবগারি শুল্ক কমে যাওয়ার জন্য রাজস্ব আদায় কিন্তু কমবে না। উল্টে দাম কমলে বিক্রির পরিমাণ আরও বাড়বে। এর ফলে রাজস্ব আদায়ও আরও বাড়বে যেহেতু অতিরিক্ত বিক্রির ফলে আবগারি শুল্কও বাড়বে।
প্রকৃতপক্ষে, পশ্চিমবঙ্গে দেশীয় মদের তুলনায় বিলিতি মদের বিক্রির পরিমাণ বৃদ্ধি করতে চাইছে রাজ্য সরকার। এই বিলিতি মদের গুণমান ভালো এবং বিক্রি যত বাড়বে কোষাগারে তত টাকা আসবে। প্রশাসন আরও জানিয়েছে যে, চলতি অর্থ বছরে আবগারি রাজস্ব সংগ্রহের লক্ষ্য 16,100 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও রাজ্য প্রশাসন আরও জানিয়েছে, কম স্ট্রেংথের বিলেতি মদ এই বছরের মধ্যে বাজারে আসতে পারে। যার বোতলের দাম পড়বে মাত্র 200-250 টাকা। অবৈধ মদের বিক্রি রোধ করার জন্যই রাজ্য ইতিমধ্যেই দেশীয় বাজারে অপেক্ষাকৃত কম দামের 60-ডিগ্রী আন্ডার-প্রুফ মদ বিক্রির অনুমোদন দিয়েছে।