বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার না করার মত মানুষের সংখ্যা একদমই নেই বললেই চলে। বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রাইভেট টেলিকম অপারেটরগুলি যে পরিমাণে রিচার্জের দাম বাড়িয়ে দিতে চলেছেন তার জন্য বহু মানুষ বলেছেন ফিরে যেতে হবে আমাদের সেই চিঠি আদান প্রদানের রীতিতে। ইতিমধ্যেই মাথায় হাত পড়েছে বহু গ্রাহকদের ভোডাফোন ও আইডিয়ার মত টেলিকম কোম্পানি যে পরিমাণে রিচার্জের দাম বাড়িয়ে তুলেছে সেই নিয়ে হতাশ বহু মানুষ।
এরই মধ্যে ফের আবারও একবার বিশাল হতাশ করেছে গ্রাহকদের রিলায়েন্স জিও (Jio) কোম্পানি। জিও তাদের প্রিপেইড প্ল্যান গুলির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই ঘোষণা ইতিমধ্যেই করে নিয়েছে। গত ২৮ শে নভেম্বর জিও-র তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী ১ লা ডিসেম্বর থেকে তারা তাদের প্রিপেইড প্ল্যান গুলির দাম বাড়িয়ে দিচ্ছেন।
এই মুহুর্তে গ্রাহকদের কোম্পানির সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া কোন আর উপায় নেই বললেই চলে। তবে আজকের এর মধ্যে যদি কোন গ্রাহক জিও-র সিমে ‘মাল্টি রিচার্জ’ করে থাকেন সেক্ষেত্রে নতুন যে প্রিপেইড প্ল্যানের শুল্কের মূল্য বেশ কয়েক মাস পর্যন্ত এড়িয়ে যেতে পারেন গ্রাহকেরা। জেনে নিন বিস্তারিত :-
জিও প্রথম থেকেই তার গ্রাহকদের অগ্রিম প্ল্যান রিচার্জ করার সময়সীমা বেঁধে দেয়নি প্রথম থেকেই কোম্পানি এই সুবিধা দিয়েছে গ্রাহকদের। একই সময়ে জিও কত বার রিচার্জ করা যেতে পারে তার কোন সময়সীমা বেঁধে দেয়নি তার গ্রাহকদের জন্য।
কোন গ্রাহকের যদি ৮৪ দিনের যে প্ল্যান ৫৫৫ টাকার বৈধতা থাকে সেক্ষেত্রে গ্রাহক চাইলে অগ্রিম তার নিজের পছন্দ অনুযায়ী যেকোন একটা প্ল্যান অগ্রিম রিচার্জ করে রাখতে পারবেন গ্রাহক। এই ক্ষেত্রে কোম্পানি দিচ্ছে মাল্টি রিচার্জের সুবিধা। গ্রাহকের অগ্রিম প্ল্যানটি কিউ আকারে গ্রাহকের ফোনে উপলব্ধি হবে এবং আগের রিচার্জের বৈধতা শেষ হবার সাথে সাথে প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে।
কোন গ্রাহক যদি চায় একসাথে অনেক রিচার্জ করে রাখতে সেই ক্ষেত্রে কোম্পানি সেই সুযোগ দিচ্ছে গ্রাহকদের। এছাড়াও কোম্পানির বার্ষিক যে রিচার্জের অপশন দিয়েছে সেই প্ল্যান গুলো রিচার্জ করে রাখলে গ্রাহকদের অনেক বেশি সাশ্রয় হবে। তবে এই রিচার্জের জন্য গ্রাহকদের একসাথে একেবারে অনেক টাকা ব্যয় করতে হবে।