Skip to content

এখন জন্ম হওয়ার পরই বানিয়ে ফেলুন বাচ্চাদের আধার কার্ড, লাগবে না কোনো বার্থ সার্টিফিকেট বিস্তারিত জানতে

বর্তমানে আধার কার্ড (aadhaar card) একটি অতি গুরুত্বপূর্ণ নথি। এটি প্রধান পরিচয় পত্র ও ঠিকানা সহ একাধিক কাজে ব্যবহৃত হয়। সম্প্রতি UIDAI পাঁচ বছরের নিচে শিশুদের জন্য ‘বাল আধার’ চালু করেছে। তবে এই আধার কার্ড তৈরির ক্ষেত্রে আগে অভিভাবকের বিভিন্ন ডকুমেন্ট ও বার্থ সার্টিফিকেট (birth certificate) লাগতো। তবে তবে UIDAI সম্প্রতি আধার কার্ড বানানোর প্রক্রিয়া কে সহজ করে দিয়েছে। পরিবর্তিত নিয়ম অনুসারে বর্তমানে বার্থ সার্টিফিকেট ছাড়া হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেটের সাহায্যে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন বাচ্চার অভিভাবকরা।

বাবা অথবা মা এর যেকোনো একজনের আধার কার্ড এবং তার সাথে ডিসচার্জ স্লিপ বা সার্টিফিকেট দিলেই হয়ে যাবে “বাল আধার কার্ড”। পাঁচ বছরের নিচে বাচ্চাদের এই আধার কার্ড তৈরীর জন্য বায়োমেট্রিক ডেটার প্রয়োজন হয় না। অর্থাৎ এক্ষেত্রে রেটিনা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান এর প্রয়োজন নেই।আধার কার্ড টি পিতা-মাতার জনতাত্ত্বিক এবং ছবির উপর ভিত্তি করে তৈরি হবে। আইডি প্রুফ(id proof) হিসাবে পিতা-মাতা অভিভাবকের নিম্নলিখিত ডকুমেন্টস গুলির মধ্যে যেকোনো একটি লাগবে।

ডকুমেন্টস গুলি হল:- ভোটের কার্ড, রেশন কার্ড, আর্মস লাইসেন্স, ভারত সরকার কর্তৃক প্রদত্ত আইডি প্রুফ,পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স,একটি শিক্ষিত প্রতিষ্ঠানের ফটো আইডি প্রুফ, এন আর ই জি এ (NRAGA) জব কার্ড, ফটো ক্রেডিট কার্ড, পেনশনার ফটো কার্ড, ফ্রিডম ফাইটার ফটো কার্ড, কিষান ফটো পাসবুক, সিজি এইচএস (CGHS) ফটো কার্ড,ইসি এইচএস(ECHS) ফটো কার্ড এবং রাজ্য সরকার /কেন্দ্র সরকার/ প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী মেডিকেল সার্টিফিকেট বা ইউনিক আইডি কার্ড,ম্যারেজ সার্টিফিকেট, আইনগত ভাবে স্বীকৃতি নাম পরিবর্তনের সার্টিফিকেট।

ঠিকানার প্রমাণপত্র(address proof) হিসেবে জন্য অভিভাবকের নিম্নলিখিত ডকুমেন্টস গুলির মধ্যে যেকোনো একটি লাগবে। ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, PSU কর্তৃক জারি করা সার্ভিস ফটো আইডি কার্ড (ঠিকানা সহ), তিন মাস পুরনো ইলেকট্রিক বিল, তিন মাস পুরনো জলের বিল, তিন মাস পুরনো গ্যাস কানেকশন এর বিল, টেলিফোন লাইনের বিল, হোম ট্যাক্সের রশিদ, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, ব্যাংক স্টেটমেন্ট বা পাসবুক পোস্ট অফিসের অ্যাকাউন্টস স্টেটমেন্ট, ভারত সরকার কর্তৃক প্রদত্ত আইডি প্রুফ,

 

একটি শিক্ষিত প্রতিষ্ঠানের ফটো আইডি প্রুফ, এন আর ই জি এ (NRAGA) জব কার্ড, ফটো ক্রেডিট কার্ড, পেনশনার ফটো কার্ড, ফ্রিডম ফাইটার ফটো কার্ড, কিষান ফটো পাসবুক, সিজি এইচএস (CGHS) ফটো কার্ড,ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, বীমা পলিসির ডকুমেন্ট, স্বাক্ষরিত লেটারহেড (ঠিকানা ও ফটো সহ), অফিস কর্তৃক স্বাক্ষরিত কোম্পানি লেটারহেড ফটো ঠিকানা সহ আর্মস লাইসেন্স,অ্যাড্রেস কার্ড এবং রাজ্য সরকার কর্তৃক জারি করা ফটো সহ জাতীয় অধিবাসীর প্রমাণ থাকা দরকার।

 

শিশুদের বাল আধার কার্ড তৈরির জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন:–

1. প্রথম আপনি আধারের অফিসের ওয়েবসাইট এ লগইন করুন। ওয়েবসাইটটি হল:- uidai.gov.in , তারপর আধার কার্ড লিঙ্ক এ ক্লিক করুন।

2. এখানে আপনাকে আপনার সন্তানের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে হবে। এর মধ্যে আপনার সন্তানের বিবরণ ও আপনার নাম ঠিকানা ও বায়োমেট্রিক তথ্যের বিবরণ দেওয়া হবে।

3. তারপর ঠিকানা ও জেলার নাম লিখুন।

4. তারপর আপনার পছন্দমত নিকটস্থ আধার সেন্টার বাছুন। কারণ ওই আধার সেন্টার এর অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে।

5. তারপর সিলেক্ট করা আধার সেন্টার এ সময় ও তারিখ নির্বাচন করুন।

6. অ্যাপোয়েন্টমেন্ট এর স্লিপ টি আপনার দ্বারা চয়ন করা নির্দিষ্ট আধার নির্দিষ্ট সেন্টার এ নির্দিষ্ট তারিখে ও সময়ে গিয়ে উপস্থিত হলেই আপনার কাজ সম্পন্ন হবে।

Share