Skip to content

মুকেশ আম্বানি তো বাচ্চা! মুকেশ আম্বানির থেকেও ছয় গুণ বেশি রোজগার করেন ভারতীয় এই ব্যাক্তি

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্থান 11 তম। এবং তিনি এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় তার স্থান প্রথম। এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে হয়েছেন গৌতম আদানি (Gautam Adani)। তবে গৌতম আদানির প্রতিদিনের ইনকাম মুকেশ আম্বানির থেকে ছয় গুণ বেশি। IIFL Wealth Hurun India Rich List, 2021 এর রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানি ও তার পরিবারের প্রতি দিনের আয় যেখানে 163 কোটি টাকা সেখানে গৌতম আদানি এর প্রতিদিনের আয় 1000 কোটি টাকা। প্রতিদিনের রোজগারের আয় এর তালিকায় গৌতম আদানি এর ভাই বিনোদ আদানি প্রথম 10 জনের (top 10) মধ্যে স্থান দখল করেছেন।

রোজকার আয়ের(daily income) প্রথম 10 জনের তালিকায় দ্বিতীয় নম্বরে স্টিল কিং লক্ষ্মী নিবাস মিত্তল(Lakshmi Niwas Mittal) এবং তার পরিবার রয়েছে। তাদের প্রতিদিনের আয় 312 কোটি টাকা। তৃতীয় নম্বরে রয়েছেন শিব নাডর(Shiv Nadar) এবং তাঁর পরিবার, যাদের প্রতিদিনের রোজগার 260 কোটি টাকা। চতুর্থ নম্বরে রয়েছেন গৌতম আদানির দুবাই নিবাসী ভাই গৌতম শান্তিলাল আদানি(Gautam Shantilal Adani ), যিনি গত এক বছরে প্রতিদিন 245 কোটি টাকা রোজগার করেছেন। অন্যদিকে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর সাইরাস পুণাওয়ালা(Cyrus S. Poonawalla) এবং তার পরিবার প্রতিদিন 190 কোটি টাকা ইনকাম করে ওই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

গৌতম আদানি

• এখন জেনে নেওয়া যাক মুকেশ আম্বানি (Mukesh Ambani) অন্যান্য ধনী ব্যক্তিদের মোট সম্পত্তির পরিমাণ কত!

মোট সম্পত্তির পরিমাণ এর হিসেবে তালিকায় মুকেশ আম্বানির স্থান প্রথম। রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ 7.18 লক্ষ্য কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম শান্তিলাল আদানি। তার মোট সম্পত্তির পরিমাণ 5.05 লক্ষ্য কোটি টাকা। গৌতম আদানি এর এক বছর আগের সম্পত্তির পরিমাণ ছিল মাত্র 1.40 লক্ষ্য কোটি টাকা। কিন্তু এক বছরের মধ্যেই তার মোট সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শিভ নাদার। তার মোট সম্পত্তির পরিমাণ 2.36 লক্ষ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান এসপি হিন্দুজা(Srichand Parmanand Hinduja)। তার সম্পত্তির পরিমাণ 2.20 লক্ষ্য কোটি টাকা। এবং পঞ্চম স্থানে রয়েছেন লক্ষ্মী মিত্তাল। তার মোট সম্পত্তির পরিমাণ 1.75 লক্ষ্য কোটি টাকা।

মুকেশ আম্বানি (Mukesh Ambani)

• মুকেশ আম্বানি (Mukesh Ambani) সহ অন্যান্য ধনী ব্যক্তিদের সম্পত্তির পরিমাণ কত শতাংশ হারে বেড়েছে।

বাৎসরিক হিসেবে ধরতে গেলে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ 9 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিনোদ আদানির সম্পত্তি বেড়েছে 21.20 শতাংশ এবং শিব নাদরের সম্পত্তি 67 শতাংশ, লক্ষ্মী মিত্তলের সম্পত্তি 187 শতাংশ, সাইরাস পুণেওয়ালার সম্পত্তি 74 শতাংশ, এবং আদিত্য বিড়লা গ্রুপ এর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার সম্পত্তি বেড়েছে 230 শতাংশ।

Bloomberg billionaire index এর পরিসংখ্যান অনুযায়ী, 96.8 বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা তে 11 নম্বর স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। চলতি অর্থবর্ষে (2021) মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ 20.10 আরব ডলার বেড়েছে। এবং গৌতম আদানি এর সম্পত্তির পরিমাণ চলতি অর্থবর্ষে বেড়েছে 35.40 আরব ডলার। গৌতম আদানি এর মোট সম্পত্তির পরিমাণ 69.20 আরব ডলার এবং ইনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন 14তম স্থানে।

Share