Skip to content

আধার কার্ডের মতো এবার শুরু হতে চলেছে Unique Health Card! জানুন বিস্তারিত

ডিজিটাল হেলথ মিশন এর তত্ত্বাবধানে ভারত সরকার প্রত্যেক নাগরিকের জন্য ইউনিক হেলথ কার্ড(unique health card) তৈরি করতে চলেছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে আধার কার্ডের মত হেলথ কার্ড দেওয়া হবে। এই কাজটি দেখতে আধার কার্ডের মতই হবে এবং আধার কার্ডে যেমন নাম্বার থাকে সেই রকম নাম্বার দেওয়া থাকবে এই কার্ডে।

•ইউনিক হেলথ কার্ড(Unique health card)।

ইউনিক হেলথ কার্ড এ ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য রেকর্ড থাকবে। অর্থাৎ কোন হাসপাতালে নিয়ে গেলে ব্যক্তিকে একাধিক কাগজপত্র বয়ে নিয়ে বেড়াতে হবে না। এই ইউনিক হেলথ কার্ড দেখেই চিকিৎসক রোগীর অবস্থা সম্পর্কে জানতে পারবে। তাছাড়া ব্যক্তি কোন কোন সরকারি প্রকল্পের অধীনে রয়েছে তাও দেখা যাবে এই কার্ডের মাধ্যমে। রোগী কোন সময় কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন সেটি ও রেকর্ড থাকবে এই কার্ডে। এছাড়াও ব্যক্তি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান কিনা তাও জানা যাবে।

Unique Health Card

কোন কোন সুবিধা পাওয়া যাবে এই ইউনিক হেলথ কার্ডে?

ভারতের সকল নাগরিকের হেলথ ডেটাবেস(health database) তৈরি করার লক্ষ্যে আধার কার্ডের অনুরূপ হেলথ কার্ড তৈরি করার পরিকল্পনা চলছে। কোন ব্যক্তি যদি কোনো চিকিৎসকের কাছে যান সে ক্ষেত্রে ব্যক্তিকে কার্ড টি সঙ্গে করে নিয়ে যেতে হবে। চিকিৎসক এই কার্ডে ব্যক্তির সমস্ত তথ্য দেখতে পারবেন তাছাড়া ওই ব্যক্তি আগে কোন চিকিৎসকের কাছে গিয়েছিলেন তাও দেখতে পারবেন। চিকিৎসক রোগীকে যে ওষুধপত্র প্রেসক্রাইব করবেন তা রেকর্ড করা হবে এই কার্ডে। হলে রোগীকে আর মনে রাখতে হবে না যে কোন সময় কোন ওষধ তিনি ব্যবহার করেছেন।

• কিভাবে তৈরি করা হবে ইউনিক হেলথ কার্ড?

পরিকল্পনা চলছে এই কার্ড তৈরি করার জন্য মোবাইল নম্বর ও আধার কার্ড লাগবে। সরকার এই কাজটি করার জন্য হেলথ অথরিটিকে দায়িত্ব দেবে। যারা হেলথ আইডি তৈরি করে সমস্ত কাজটি সম্পন্ন করবে। কমিউনিটি হেলথ্ সেন্টার, পাবলিক হাসপাতাল, ন্যাশনাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার রেজিস্টার এর সাথে যুক্ত স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি কোন ব্যক্তির হেলথ আইডি তৈরি করতে পারবেন।https://healthid.ndhm.gov.in/register ওয়েবসাইটে গিয়ে কোন ব্যক্তিনিজের রেকর্ড নথিভূক্ত করে স্বাস্থ্য আইডি তৈরি করতে পারবে। স্বাস্থ্য সম্পর্কিত যেকোনো তথ্য সংগ্রহের পূর্বে হেলথ অথরিটিকে সরকার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ করতে হবে। ধীরে ধীরে এরকম ভাবে এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Unique Health Card

• আপাতত কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এই কার্ড তৈরি প্রক্রিয়া।

ইউনিক হেলথ কার্ড এর পরিষেবা আপাতত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি, চন্ডিগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, দমন ও দিউ এবং লাদাখ এইসব জায়গায় শুরু করা হয়েছে।

Share