Skip to content

ব্যাক-টু-ব্যাক অ্যাকশন ফিল্মে কাঁপতে চলেছে বক্স অফিস, ২০২২ এ আসছে

প্রতি বছর বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক ছবি মুক্তি পায়, যা মানুষকে সিনেমা হলে গিয়ে দেখতে বাধ্য করে। করোনা মহামারির কারণে গত দুই বছর সিনেমা হল বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েন চলচ্চিত্রপ্রেমীরা। এখন আবার পরিবেশ স্বাভাবিক হচ্ছে এবং সিনেমা হল গুলি পুরনো ছন্দে ফিরছে। এখন 2022 থেকে 2023 পর্যন্ত সমস্ত অ্যাকশন ছবি মুক্তির জন্য প্রস্তুত। এখানে সেই সিনেমাগুলির সম্পূর্ণ তালিকা দেখে নিন।

Tiger 3

• টাইগার 3 (Tiger 3)

সালমান খান এবং ক্যাটরিনা কাইফের অন্যতম প্রতীক্ষিত ছবি, ‘টাইগার 3’ 2023 সালের ঈদে মুক্তি পাবে। এভাবেই আবারো ঈদে নিজের আরেকটি ধামাকেদার ছবি আনার ঘোষণা করে দিয়েছেন সালমান খান। ছবিটি 21 এপ্রিল 2023-এ সিনেমা হলে রিলিজ হতে চলেছে।

Fighter

• ফাইটার (Fighter)

ফাইটার ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, ছবিটি মুক্তি পাবে 2023 সালের 26 জানুয়ারি।

Pathan

• পাঠান (Pathan)

অনেকদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন শাহরুখ খান। এবার ‘পাঠান’ ছবির মাধ্যমে কামব্যাক করতে যাচ্ছেন তিনি। কিং খানের এই ছবিটি মুক্তি পাবে 25 জানুয়ারী 2023 এ। ‘পাঠান’ ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।

Dhaakad

• ধাকড় (Dhaakad)

মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কঙ্গনা রানাউতের ছবি ‘ধাকড়’-এর জন্য। তার ছবিটি 27 মে, 2022-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিতে শিশু পাচার এবং মহিলাদের শোষণের গল্প দেখানো হবে এবং কঙ্গনা রানাউতকে এজেন্ট অগ্নির ভূমিকায় অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে।

Heropanti 2

• হিরোপান্তি 2 (Heropanti 2)

টাইগার শ্রফের ছবি ‘হিরোপান্তি 2’ মুক্তি পাবে 29 এপ্রিল, 2022-এ। ছবিতে তার সঙ্গে দেখা যাবে তারা সুতারিয়াকে। উল্লেখযোগ্যভাবে, টাইগার শ্রফ 2014 সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন।

Attack

• অ্যাটাক (Attack)

জন আব্রাহামের ফিল্ম ‘অ্যাটাক’ 1 এপ্রিল, 2022-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জন আব্রাহামের এই ছবিতে অসাধারণ অ্যাকশন থাকবে। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও রাকুল প্রীত সিং।

RRR

• RRR

পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘RRR’-এর মুক্তির তারিখ বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। অবশেষে এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 25 মার্চ, 2022 এ। ছবিতে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট এবং অজয় দেবগন।

Bacchan Panday

• বচ্চন পান্ডে (Bacchan Pande)

অক্ষয় কুমার(Akshay Kumar) প্রতি বছর এক বা একাধিক ছবি নিয়ে ফ্যানদের মাঝে হাজির হন। এখন 2022 সালে হোলি তে ধামাকেদার সিনেমা আনছেন অক্ষয় কুমার। তাঁর ছবি ‘বচ্চন পান্ডে’ 18 মার্চ, 2022-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন, জ্যাকলিন ফার্নান্দেজ এবং আরশাদ ওয়ার্সি।

Share