ভোডাফোন-আইডিয়া সিম ব্যবহার করে গ্রাহকদের জন্য রয়েছে একটি বড় দুঃসংবাদ। Vi টেলিকম কোম্পানি তাদের সবচেয়ে সস্তা প্লান বন্ধ করে দিল। সস্তা প্লান বলতে আমরা সবাই 49 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান টি বুজি। কিছুদিন আগে Airtel ও তাদের 49 টাকার প্রিপেড প্ল্যান বন্ধ করে দিয়েছে। তার বদলে লঞ্চ করেছে 79 টাকার প্রিপেড প্ল্যান। এই রাস্তাতেই চলল Vi টেলিকম কোম্পানি। তারাও বাজার থেকে তাদের 49 টাকার প্ল্যান তুলে নিল।
•এখন জেনে নেওয়া যাক 49 টাকার প্রিপেড প্ল্যান এ Vi কি কি সুবিধা দিত।
49 টাকা রিচার্জ করলে Vodafone Idea গ্রাহকদের 38 টাকা টকটাইম+ 100 mb ডেটা + তাছাড়া app/web exclusive অফারে আরো 200 mb ডেটা অর্থাৎ মোট 300 mb ডেটা। এই প্রিপেইড রিচার্জ প্ল্যান টির বৈধতা ছিল 14 দিনের জন্য।
• Vi এর নতুন 79 টাকার প্রিপেইড প্ল্যান এ কি কি অফার দেওয়া হয়েছে দেখা যাক।
গ্রাহকরা যদি এই 79 টাকার প্রিপেইড প্ল্যান টি রিচার্জ করে তাহলে 64 টাকার টকটাইম + 200 mb ডেটা দেওয়া হয়। বৈধতা দেয়া হয়েছে 28 দিনের জন্য। তবে এই রিচার্জ প্ল্যান টি এখন শুধুমাত্র মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ সহ নির্বাচিত টেলিকম সার্কেলে দেওয়া হচ্ছে। Vodafone Idea ও Airtel এর এই নতুন প্ল্যান গুলিতে গ্রাহকদের উপর অতিরিক্ত বোজা বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।