কেন্দ্রের মোদী সরকার গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য বিশেষ পরিষেবা শুরু করতে চলেছে। গ্রামে বসবাসকারী মহিলারা পাবেন ওভারড্রাফট (overdraft) এর সুবিধা। ওভারড্রাফট পরিষেবা হলো সেই সুবিধা যাতে অ্যাকাউন্টে থাকা টাকা থেকে আপনি বেশি টাকা তুলতে পারবেন। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে ও সাথে আপনাকে চার্জ ও দিতে হবে।
বিভিন্ন ব্যাংকের ওভারড্রাফট এর পরিমাণ বিভিন্ন হয়ে থাকে। ওভারড্রাফট কত হবে তা নির্ণয় করে ব্যাঙ্ক অথবা ব্যাংক নয় এমন আর্থিক সংস্থা গুলি। অর্থাৎ ওভারড্রাফট করতে হবে তা ঠিক করবে ব্যাংক বা ঐ সংস্থা গুলি। গ্রাম উন্নয়ন মন্ত্রকের সচিব নাগেন্দ্রনাথ সিনহা একটি নির্দেশিকা জারি করেছেন যাতে বলা হয়েছে চলতি বছর অর্থাৎ 2021 সালের 18 ডিসেম্বর থেকে এই পরিষেবা চালু করা হয়েছে।
স্বাধীনতার অমৃত মহৎসব উপলক্ষে পরিষেবা শুরু হবে। এই কর্মসূচিতে ব্যাংক ও রাজ্য ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবে। এছাড়াও এই কর্মসূচির আওতায় পুরস্কার ও ঘোষণা করা হয়েছে। কেন্দ্র তরফ থেকে 2019-20 সালের বাজেটে ওভারড্রাফট পরিষেবা শুরুর কথা বলা হয়েছিল। গ্রাম উন্নয়ন মন্ত্রকের অধীনে Deen dayal antyodaya yojana national rural livelihood mission এর মাধ্যমে এই ওভারড্রাফট এর সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়।
এতে বলা হয় গ্রামের মহিলারা প্রয়োজনে ভিত্তিতে তাদের অ্যাকাউন্টে থাকা টাকা থেকেও বেশি টাকা তুলতে পারবে। গ্রামীণ এলাকার মহিলারা এই সুবিধা পাবে এবং প্রায় 5 কোটি মহিলা এর দ্বারা উপকৃত হবেন। সেল্ফ হেল্প গ্রুপ এর মহিলারা প্রধানমন্ত্রীর জনধন যোজনা মাধ্যমে এই পরিষেবার সুবিধা পাবে। চলতি বছর অর্থাৎ 2021 সালের 30 নভেম্বর পর্যন্ত দেশের 27.38 লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ গুলিকে 62,848 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
Indian banks association এর তরফ থেকে গত 26 নভেম্বর প্রত্যেক ব্যাংক গুলিকে এই প্রকল্পে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওই প্রকল্পটিকে সফল করে তোলার জন্য গ্রামোন্নয়ন মন্ত্রক এর তরফ থেকে ভার্চুয়াল বৈঠক ও করা হয়েছে। শুধু সরকারি ব্যাংক নয় তার সাথে State Rural Livelihood Mission এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।
তবে পুরো কর্মসূচিটি হয়েছে ভার্চুয়াল পদ্ধতিতে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ব্যাঙ্কগুলির ম্যানেজিং ডিরেক্টর , সিইও , ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরস এগজিকিউটিভ ডিরেক্টর চিফ জেনারেল ম্যানেজার , জেনারেল ম্যানেজার এবং স্টেট লাইভলিহুড মিশনের রাজ্য পর্যায়ের চিফ এগজিকিউটিভ অফিসার রা অংশগ্রহণ করেছেন।