Skip to content

ভুলে যান ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম, একবার চার্জ করলেই ছুটবে ২০০ কিমি খরচ মাত্র

অস্বাভাবিক হারে পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ নাজেহাল। তাই সাধারণ মানুষ পেট্রোল ডিজেল চালিত যানবাহন চালাতে অনীহা প্রকাশ করছে। এই পরিস্থিতিতে চাহিদা বাড়ছে ইলেকট্রিক যানবাহনের। ইলেকট্রিক যানবাহনের চাহিদা বাড়ার সাথে সাথে ইলেকট্রিক স্কুটার (electric scooter) নির্মাণকারী সংস্থা গুলি জোরকদমে কাজ চালাচ্ছে। এইসব স্কুটার নির্মাণকারী সংস্থা গুলির মধ্যে একটি সংস্থা এমন একটি ইলেকট্রিক স্কুটার (electric scooter) লঞ্চ করতে চলেছে যে স্কুটারে একবার চার্জ দিলে 200 কিলোমিটার চলবে। অর্থাৎ মাইলেজ থাকছে 200 কিলোমিটার।

2015 সালে ওকিনাওয়া নামের একটি ভারতীয় সংস্থা স্কুটার নির্মাণ শুরু করে। এই সংস্থায় এই বিশেষ স্কুটার লঞ্চ করতে চলেছে। ওকিনাওয়া নামের ভারতীয় স্কুটার নির্মাণ সংস্থা টি বর্তমানে দুই চাকার গাড়ি নির্মাণে শীর্ষস্থানে রয়েছে। ওকিনাওয়া সংস্থা দ্বারা লঞ্চ করা এই স্কুটারটির মডেল Oki90 হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী বছর অর্থাৎ 2022 সালের প্রথম তিন মাসের মধ্যেই লঞ্চ হতে পারে অথবা অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই স্কুটার লঞ্চ হতে পারে।

Electric scooter

ওকিনাওয়া সহ-প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর জীতেন্দর শর্মা জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই স্কুটার নির্মাণ করা হয়েছে এবং এটি সাধারণ মানুষের যথেষ্ট উপকারে আসবে। শুধুমাত্র দীর্ঘ মাইলেজ নয়, তার সাথে সাথে হাইস্পিড হবে বলে জানিয়েছে সংস্থা।

এখন সংক্ষেপে দেখে নেয়া যাক স্কুটারটির স্পেসিফিকেশন কিরকম হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওকিনাওয়া ওকি 90 (Oki90) স্কুটার টির সর্বোচ্চ গতিবেগ থাকবে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়াও এই স্কুটিতে থাকবে অত্যাধুনিক ফিচারস তারমধ্যে উল্ল্যেখযোগ্য গুলি হল ব্লুটুথ কানেক্টিভিটি,স্মার্টফোন কানেক্টিভিটি ,জিও ফেন্সিং, নেভিগেশন ইত্যাদি। বাজারে এই স্কুটারের দাম হবে অনুমান করা যাচ্ছে 1 লক্ষ টাকার কাছাকাছি। এখন শুধুমাত্র লঞ্চ হওয়ার অপেক্ষা।

Share