পেট্রোল-ডিজেলের দাম ক্রমবর্ধমান। এই অবস্থায় মধ্যবিত্ত পরিবারের মাথায় হাত। ইতিমধ্যে বেশ কিছু শহরে পেট্রোলের দাম 100 পেরিয়ে গেছে। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাইক বা স্কুটি চালানো এখন আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক সাইকেল(Electric Cycle) বেছে নিতে শুরু করেছেন। এই কারণে বাজারে ইলেকট্রিক সাইকেলের চাহিদা যথেষ্ট বাড়ছে। বিভিন্ন স্টার্টআপ সংস্থাগুলি মার্কেটে ঝাঁপিয়ে পড়েছে।
Touche সংস্থা দেশের বাজারে Heileo H100 নামে ইলেকট্রিক সাইকেল লঞ্চ করল। 48,900 টাকায় ইলেকট্রিক সাইকেল টি বাজারে মিলছে। Touche সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই সাইকেলে লি-আয়ন ব্যাটারি থাকছে। একবার ফুলে চার্জে এই ইলেকট্রিক সাইকেল 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এই ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক মোড ছাড়াও প্যাডেল এর মাধ্যমে চালানো যাবে। প্রাথমিকভাবে ইলেকট্রিক এই সাইকেল টি মুম্বাই, কলকাতা,চেন্নাই, ব্যাঙ্গালোর ,পুনে এবং দিল্লি শহরগুলিতে পাওয়া যাবে।
তবে 2021 সালের শেষদিক এর মধ্যে আরো 75 টির বেশি শহরেও এই সমস্ত ইলেকট্রিক সাইকেল(electric cycle) টি লঞ্চ করবে। ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গেছে। সংস্থা এই e-cycle টির প্রেমে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে।এছাড়া মোটর এবং ব্যাটারীতে 18 মাসের ওয়ারেন্টি দিচ্ছে। অর্থাৎ ঠিকঠাক বাজেটের মধ্যে এটি একটি ভাল ইলেকট্রিক সাইকেল। এটি পরিবেশ দূষণ কমাতে অনেকটা সাহায্য করবে।এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ওপর কোনো প্রভাব পড়বে না।