Skip to content

এই কারণে সালমান খানের সঙ্গে ছবি করতে অস্বীকার করেছেন বলিউডের এই ৭ সুন্দরী নায়িকা, তালিকায় রয়েছেন

অভিনেতা সলমান খান (Salman Khan), যাকে বলিউডের ভাইজান বলা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টারদের তালিকায় প্রথমদিকে রয়েছেন তিনি। বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা সিনেমা জগতে আনার জন্য সালমান খানকে কৃতিত্ব দেওয়া হয়। আমরা আপনাকে আজ ফিল্ম জগতের এমনই কিছু অভিনেত্রীর কথা বলবো যারা সুপারস্টার সলমান খানের (Salman Khan) সঙ্গে কাজ করা থেকে নিজেদের বিরত রেখেছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কোন কোন নামকরা অভিনেত্রী রয়েছেন।

Aishwarya Rai Bachchan

১) ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai):-

বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সালমান খানের সাথে অভিনেত্রীর জুটি একসময় সিনেমার পর্দার অন্যতম সুপারহিট জুটি ছিল। দর্শকরা এই দুজনের রসায়নকে বেশ পছন্দও করেছিলেন। বাস্তব জীবনেও on-screen রসায়ন অফস্ক্রিন এ পরিণত হয়। এছাড়াও, এই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ধীরে ধীরে বাড়তে থাকে। তাদের দুজনের প্রেমের গল্প বি-টাউনের ছড়িয়ে পড়ে। যদিও কিছু সময় পরে তাদের সম্পর্কটি বেদনাদায়কভাবে শেষ হয়। বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছিল এই সম্পর্কের। এর পর ঐশ্বরিয়া রাই কাজ করতে অস্বীকার করেছিলেন সালমান খানের সাথে। তারপর থেকে আজ অব্দি এই জুটিকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায়নি।

Amisha Patel

২) আমিশা প্যাটেল (Amisha Patel):-

বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী আমিশা প্যাটেল। এক সময় সালমান খান এবং আমিশা প্যাটেলের প্রেমের গল্পও শিরোনামে এসেছিল। তবে কিছুদিন পরে আমিশা প্যাটেল নিজেই মিডিয়ায় জানিয়ে দেন যে তার এবং সালমানের মধ্যে কোন সম্পর্ক নেই এবং এই সমস্ত খবর নিছক একটি গুজব, এরপর থেকে আজ অবধি অবশ্য আমিশা প্যাটেল ও সালমান খানের ছবি চলচ্চিত্রের পর্দায় দেখা যায়নি।

Kangana Ranaut

৩) কঙ্গনা রানাউত (Kangana Ranaut):-

কঙ্গনা রানাউত, যাকে বলিউডের কন্ট্রোভার্সি কুইন বলা হয়, তার সিনেমার থেকে বিতর্কিত বক্তব্যের জন্য বার বার শিরোনামে থাকেন। একইভাবে কঙ্গনাও সেই বলিউড অভিনেত্রীদের মধ্যে একজন যারা সালমানের সাথে কাজ করা থেকে নিজেদের সরিয়ে রাখেন। যার কারনে চলচ্চিত্রের পর্দায় এই জুটিকে আর দেখা যায়নি।

Deepika Padukone

৪) দীপিকা পাড়ুকোন (Deepika Padukone):-

এই তালিকায় পরবর্তী নামটি হল বলিউডের নম্বর ১ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। জানলে অবাক হবেন দীপিকা পাড়ুকোনও সালমান খানের সাথে ছবি করতে চান না। তিনি এখনও পর্যন্ত সালমান খানের পাঁচটি ছবি ফিরিয়ে দিয়েছেন। দীপিকা ও সালমানের মধ্যে দূরত্বের প্রধান কারণ হলো যে একবার সালমান খান প্রকাশ্যে রণবীর সিংকে নিয়ে মজা করেছিলেন এবং দীপিকা এই জিনিসটি মোটেই ভালো চোখে নেন নি। সেই কারণেই দীপিকা পাড়ুকোন সালমান খানের চলচ্চিত্রের পর্দায় দেখা যায়নি।

Twinkle Khanna

৫) টুইঙ্কেল খান্না (Twinkle Khanna):-

এই তালিকায় পরবর্তী নামটি বলিউডের বিখ্যাত অভিনেত্রী টুইঙ্কেল খান্নার রয়েছে। টুইঙ্কেল খান্না ও সালমান খান অভিনীত ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। দুজনের জুটিকে দর্শক খুব পছন্দ হয়েছিল। কিন্তু এই ছবির পর এই দুজনের মধ্যে এমন কিছু হয়েছিল যার জেরে সালমান খানের সঙ্গে আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন টুইঙ্কেল খান্না।

Urmila Matondkar

৬) উর্মিলা মাতোন্ডকর (Urmila Matondkar):-

বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকারের নামও সেই তালিকায় রয়েছে তিনিও সালমান খানের সঙ্গে ছবি করতে অস্বীকার করেছিলেন।

Sonali Bendre

৭) সোনালি বেন্দ্রে (Sonali Bendre) :-

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে এই তালিকা পরবর্তী নাম। ক্যারিয়ারের শুরুতে সালমান খানের সাথে মোট ৩ টি ছবি করেছিলেন এই অভিনেত্রী। ৩টি ছবি সুপারহিট হয়েছিল। এরপর অবশ্য ২০০০ সালে যখন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ মামলা হয়েছিল সালমান খানের বিরুদ্ধে তারপর থেকে আজ অবধি সালমান খানের সঙ্গে ছবি করতে আর রাজি হননি সোনালী।

Share