অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অর্থাৎ 1 ফেব্রুয়ারি পার্লামেন্টে বাজেট পেশ করলেন।দেশের বর্তমান পরিস্থিতিতে বাজেট পেশ করা সত্যিই এক বিশেষ ব্যাপার। বাজেট পেশ করার ফলে দৈনন্দিন জীবনের নিয়মে কিছু পরিবর্তন হতে চলেছে। আসুন সে সম্বন্ধে সংক্ষেপে জেনে নেওয়া যাক।
- এটিএম পরিষেবা(ATM service)।
এটিএম থেকে টাকা তোলার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসছে। আজ থেকে Punjab National Bank এর এটিএম দিয়ে EMV ব্যতীত অন্য এটিএম গুলিতে কমে যাচ্ছে টাকা ট্রানজেকশন এর হার।
- আন্তর্জাতিক উড়ান পরিষেবা(international flight service)।
করোনা জনিত সমস্যার কারণে দেশে আন্তর্জাতিক উড়ান গুলির সংখ্যা অনেক কম করে দেওয়া। সেই আন্তর্জাতিক উড়ান এর সংখ্যা আজ থেকে বাড়ানো হলো।
- আইআরসিটিসি ই-ক্যাটারিং (IRCTC e-catering)
করোনা মহামারীর কারণে দেশের প্রায় সব রেলস্টেশন ই কার্যহীন অবস্থায় পড়েছিল। এর ফলে ই-ক্যাটারিং পরিষেবা বন্ধ ছিল। বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার জন্য আইআরসিটিসি আপাতত 62 স্টেশনে ই-ক্যাটারিং পরিষেবা চালু করতে চলেছে।
- রান্নার গ্যাস (gas)
গ্যাসের দাম প্রতি মাসের শুরুতে নির্ধারণ করা হয়। কিন্তু দেখা গেছে আগের মাসে গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। আজ বাজেট পেশ করার পর জানা যাচ্ছে গ্যাসের দাম নতুন করে নির্ধারণ হবে।
- সিনেমা হল ও সুইমিং পুল (cinema hall and swimming pool)
দেশের করোনা জনিত সংকটের কারণে প্রায় স্কুল-কলেজ সিনেমা হল সুইমিং পুল সবকিছুই বন্ধ ছিল।কিন্তু আজ থেকে সিনেমা হল 100% খুলে দেওয়ার অনুমতি দেয়া হলো এবং তার সাথে সাথে সুইমিং পুল ও খুলে দেওয়ার অনুমতি পাওয়া গেল।