২০২২ সালে বলিউডের অবস্থা অত্যন্ত শোচনীয়। দক্ষিণ সিনেমা রমরমা ভাবে চললেও বলিউডের হাল চূড়ান্তভাবে খারাপ। দেখতে দেখতে বছরের প্রায় শেষ সময়ে চলে এসেছে আমরা। চলুন দেখে নেওয়া যাক এই বছর কোন কোন ভারতীয় সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে। দেখে নিন এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোন কোন সিনেমা গুলি দেখে ফেলেছেন অথবা এখনো দেখেননি।
১) কেভটলাল পরিবার (Kevet Lal Paribar)
এই গুজরাটি সিনেমাটি আয়করের দিক থেকে ৫ নম্বর স্থানে রয়েছে। ৩-৪ কোটি টাকা ছিল এই ছবির সম্পূর্ণ বাজেট। আর এই সিনেমাটি ব্যবসা করেছে প্রায় ২০ কোটি টাকা। অর্থাৎ বলা যায় প্রায় ৫০০ শতাংশ লাভ করেছে। যাও অভিনীত অভিনেতা সব পরিচালকদের কাছে অত্যন্ত লাভবানপূর্ণ।
২) ৭৭৭ চার্লি (777 Charlie)
‘৭৭৭ চার্লি’ সিনেমাটি প্রত্যেকের কাছে খুবই জনপ্রিয় সিনেমা। কান্নর ইন্ডাস্ট্রি থেকে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা আয়করের দিক থেকে রয়েছে ৪ নম্বর স্থানে। এই সিনেমার বাজেট ছিল ২০ কোটি টাকা। এবং সিনেমাটি আয় করেছে ১০২ কোটি টাকা। অর্থাৎ ৫১০ শতাংশ অর্থ লাভ হয়েছে।
৩) হৃদয়ম (Hridayam)
এই মালয়ালাম ছবিটি একটি নিউ এজ লাভ স্টোরির গল্প। এই ছবিটি সবার কাছে এত জনপ্রিয় হয়ে ওঠে যে বলিউড অত্যন্ত বিখ্যাত পরিচালক করণ জোহার হিন্দিতে রিমেক করার রাইটস কিনে ফেলেছেন। ৭ কোটি টাকা বাজেট সিনেমা ব্যবসা করেছে ৫৪ কোটি টাকার। অর্থাৎ সিনেমাটি লাভ করেছে ৭২ শতাংশ।
৪) কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2)
দর্শককুল এই সিনেমার সিকুয়েন্সের অপেক্ষায় ছিল সবচেয়ে বেশি। আয়করের দিক থেকে ২ নম্বর স্থানে রয়েছে এই সিনেমা। এই সিনেমাটি মুক্তি পাওয়ার ৭-১০দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছিল প্রি বুকিং। ১০০ কোটি বাজেটের এই সিনেমাটি ১২৫০ কোটির ব্যবসা করেছে। অর্থাৎ লাভের অঙ্ক ১২৫০ শতাংশ।
৫) দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)
২০২২ সালে যে সিনেমা সবচেয়ে বেশি সারা ফেলে দিয়েছিল তা হল ‘দ্য কাশ্মীর ফাইলস’। কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া ২০ কোটি বাজেটের এই সিনেমা ব্যবসা করে ৩৪০ কোটি টাকা। অর্থাৎ সিনেমায় লাভের অঙ্ক ১৭০০ শতাংশ।