এখন প্রায় প্রতিটি পরিবার রান্নার জন্য গ্যাস ব্যবহার করে থাকে। যারা গ্যাস (gas ) ব্যবহার করে তাদের প্রধান দুশ্চিন্তা হল কতদিন গ্যাসটি চলবে?তা কিছুতেই বুঝতে পারা যায় না। প্রায়ই দেখা যায় রান্না করার মাঝপথেই সিলিন্ডারের গ্যাস শেষ! সেই পরিস্থিতির যে চরম ভোগান্তি তা বলে বোঝাবার নয়। তবে একটা সিলিন্ডার মোটামুটি কত দিন চলে যায় সে ধারণা যারা রান্না করেন তাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে। তবে গ্যাস শেষের দিকে শুরু হয় সমস্যা কখন শেষ হয়ে যায়।
সে ক্ষেত্রে সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা অনুমান করা গেলে ব্যবস্থা নেওয়া যায় সেই মত। আজ আমরা জানাবো কিভাবে আপনারা খুব সহজেই আগের থেকে বুঝে যাবেন সিলিন্ডারে (gas cylinder) কত পরিমাণ গ্যাস আছে। নিচের পদ্ধতি গুলি ধাপে ধাপে অনুসরণ করুন ও জেনে নিন আপনার সিলিন্ডারে কত পরিমান গ্যাস আছে।
- সর্বপ্রথম গ্যাস সিলিন্ডার টি কে ভাল করে ভিজে কাপড় দিয়ে মুছে নিন। ভালো করে দেখে নিন যাতে কোন ধুলোর আস্তরণ না থাকে।
- মোছা হয়ে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট এর মধ্যে দেখবেন সিলিন্ডারের কিছু অংশে ভিজে ভাব শুকিয়ে গেছে এবং কিছু অংশে ভিজে ভাব রয়েছে।
- সিলিন্ডারের যে অংশ তাড়াতাড়ি শুকিয়ে গেল সেই অংশে গ্যাস নেই এবং যে অংশটি শুকোতে সময় নিচ্ছে ততটা পরিমাণ ওই সিলিন্ডারে গ্যাস আছে। কারণ সিলিন্ডারের খালি অংশের উষ্ণতা বেশি তাই জলটি তাড়াতাড়ি শুকিয়ে গেল এবং যে অংশে গ্যাস রয়েছে সেখানে উষ্ণতা কম তাই সেখানে ভিজে ভাব শুকোতে সময় নিচ্ছে।
অর্থাৎ আপনি খুব সহজেই বুঝতে পারবেন সিলিন্ডারের কতটা অংশ পর্যন্ত বর্তমানে গ্যাস রয়েছে এবং কতটা খালি হয়ে গেছে। তাই আর দুশ্চিন্তার কোনো কারণ নেই এই পদ্ধতিটি প্রয়োগ করুন এবং জেনে নিন খুব সহজে।এছাড়াও আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের এই তথ্যটি শেয়ার করুন যাতে তারাও এই পদ্ধতি প্রয়োগ করে গ্যাস সিলিন্ডারের গ্যাসের পরিমাণ জেনে নিতে পারে।