বর্তমানে আধার একটি অতি গুরুত্বপূর্ণ একটি নথি। আধার কার্ডের (Aadhar card) সাথে প্রায় সকলেরই মোবাইল নম্বর (Phone number) লিংক আছে। তবে আমরা অনেকেই জানিনা আধার কার্ড এ কোন মোবাইল নম্বর অথবা কতগুলি মোবাইল নম্বর লিঙ্ক আছে। আধার কার্ডে কতগুলো মোবাইল নম্বর লিঙ্ক আছে এটা জানার জন্য টেলিকমিউনিকেশন বিভাগ একটি পোর্টাল নিয়ে এসেছে। এই পোর্টালটি আপাতত অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এর কাজ করছে।
আপনার আধার কার্ডে (Aadhar card) যদি কোন অব্যবহৃত নম্বর লিঙ্ক থাকে সে ক্ষেত্রে আপনি ওই নাম্বার টিকে ব্লক করে নতুন নম্বর লিঙ্ক করতে পারেন। বর্তমানে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা অত্যন্ত জরুরী। গত এপ্রিল মাসে Telecom analytics for fraud management and consumer protection portal লঞ্চ করেছে টেলিকমিউনিকেশন বিভাগ। এ পোর্টালের মাধ্যমে গ্রাহকরা তাদের আধার নম্বর সাথে যেসব মোবাইল নম্বর লিঙ্ক আছে সেগুলি বিষয়ে জানতে পারে।
যদিও এই পোর্টাল আপাতত অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কাজ করছে তবে টেলিকমিউনিকেশন বিভাগ আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই সমগ্রদেশের গ্রাহকরা এই পোর্টাল ব্যবহার করতে পারবে। Telecom analytics for fraud management and consumer protection portal এর FAQ এর পেজ অনুযায়ী, গ্রাহকদের কতগুলি মোবাইল নম্বর কাজ করছে, এবং সেই অনুযায়ী তাদের ব্যবস্থা নিতে সাহায্য করার এবং অতিরিক্ত কোনো মোবাইল নম্বর থাকলে তা লিঙ্ক করতে এই পোর্টাল সাহায্য করবে।
টেলিকমিউনিকেশন বিভাগের গাইডলাইন অনুযায়ী প্রত্যেক ঘর সর্বোচ্চ নটি মোবাইল নম্বর রেজিস্টার করতে পারবেন। তারপর এর থেকে বেশি রেজিস্টার করতে গেলে একই নামে প্রত্যেক নতুন সংযোগ কে bulk collection হিসেবে গণ্য করা হবে যা সাধারণত বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয়। তাই এই পোর্টালের মাধ্যমে কতগুলি নম্বর লিঙ্ক আছে তা যাচাই করে নেওয়া দরকার।
•কিভাবে এই পোর্টালের মাধ্যমে চেক করা যাবে?
Telecom analytics for fraud management and consumer protection (TAFCOP) এর পোর্টাল এ গিয়ে আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিন। তারপর request OTP অপশন ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নম্বরে আসা OTP ইনপুট করে Validate অপশন ক্লিক করুন। তারপরেই আপনি এই পোর্টালে আপনার আঁধারের সাথে লিংক থাকা সব মোবাইল নম্বর দেখতে পাবেন।