Skip to content

আজই করে ফেলুন এই কাজ তবেই কেন্দ্রের তরফ থেকে মিলবে প্রতি মাসে ৩০০০ টাকা, বিস্তারিত জানতে

কেন্দ্র সরকারের তরফ থেকে ভারতের কৃষকদের জন্য একাধিক স্কিম আনা হয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (PM Kisan Maan Dhan Scheme)। এটি হলো কেন্দ্র সরকারের দেশের কৃষক ভাইদের জন্য পেনশন স্কিম। সরকারী চাকুরীজীবিদের মতো দেশের কৃষকরা ও 60 বছর বয়সের পর থেকে পেনশন পাবে।

এই স্কিমে 18 থেকে 40 বছর বয়সের কৃষকরা আবেদন করতে। এই স্কিম এর জন্য কৃষককে 55 টাকা থেকে 200 টাকা এর মধ্যে মাসিক প্রিমিয়াম দিতে হবে। এই যোজনা তে কৃষক প্রতিমাসে 3000 টাকা করে পেনশন পাবে। এই পেনশন স্কিম এ আবেদন করার নিয়ম ও শর্ত সমূহ।

যেসব কৃষকদের অধিকতম 2 হেক্টর কৃষিজমি রয়েছে শুধুমাত্র তারাই এই প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা এর সুবিধা নিতে পারবে। কৃষক কে প্রতিমাসের 55 টাকা থেকে 200 টাকা এর মধ্যে প্রিমিয়াম দিতে হবে। এই যোজনা এর মূল বিষয় হলো যে কৃষক যত টাকা প্রিমিয়াম দেবে ঠিক তত টাকা সরকার ও জমা করবে কৃষকের খাতায়। এই যোজনা তে আবেদন করার জন্য কৃষককে নিকটবর্তী Common Service Centre(CSC) এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Kisan

PM Kisan Maan Dhan Scheme

এই যোজনা তে রেজিস্টার করার জন্য ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ও জমির কাগজপত্র সহ ব্যাংকের পাস বুক ও দুটো পাসপোর্ট সাইজ ফটো লাগবে। রেজিস্ট্রেশন করার সময় কৃষককে একটি ইউনিক নম্বর ও পেনশন কার্ড দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

এই যোজনা তে কৃষক কত টাকা প্রেমিয়াম দেবে তা নির্ভর করবে কৃষকের বয়সের উপর। কৃষক যদি 18 বছর বয়সে এই স্কিমে রেজিস্টার করেন সেক্ষেত্রে তাকে 55 টাকা করে মাসিক প্রিমিয়াম দিতে হবে। এবং যদি 40 বছর বয়সে এই স্কিমে রেজিস্টার করেন সেক্ষেত্রে তাকে 200 টাকা করে মাসিক প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ প্রিমিয়াম টি সম্পূর্ণ নির্ভর করছে বয়সের উপর।

Kisan

যদি কোনো কারণবশত কৃষক এই স্কিমের প্রিমিয়াম টি চালাতে না পারেন এবং মাঝপথেই প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন সে ক্ষেত্রে কৃষকের টাকা ডুববে না। যতদিন পর্যন্ত তিনি প্রিমিয়ামের টাকা দিয়েছেন ততদিন এর ভিত্তিতে সেভিংস একাউন্ট এর সুদের হারের উপর নির্ভর করে সুদ দেওয়া হবে। কোন কারনে পলিসি হোল্ডারের মৃত্যু ঘটলে তার স্ত্রী 50 টাকা পাবেন।

Share