Skip to content

এই ৫ জন ক্রিকেটারদের এবারের IPL এ দেখা যাবে শেষবারের মতো, তারপরেই ক্রিকেট থেকে সন্ন্যাস!

২০২৩ -এর আগামী ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল সিক্সটিন (Indian Premier League, IPL 2023)।  হাতে মাত্র আট চার দিন বাকি। এই বিশ্বসেরা ম্যাচটি অনুষ্ঠিত হবে ঠিক সন্ধে সাড়ে সাতটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)।

IPL trophy

বিগত ১৫ বছর ধরে দেশ-বিদেশের গুণী মানুষরা আইপিএল মাতিয়েছেন। প্রথম দিনেই গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) এবং এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-এর দিয়ে ম্যাচ শুরু হবে। আজ এই প্রতিবেদনে এমন ৫ জন ক্রিকেটারের কথা বলব যারা সম্ভবত শেষবারের মতো ক্রোড়পতি লিগে খেলতে চলেছেন।

১) এমএস ধোনি (MS Dhoni)

MS Dhoni

কিংবদন্তী ক্রিকেটার এমএস ধোনির (MS Dhoni) আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, আইপিএল সিক্সটিনই তাঁর জীবনের শেষ আইপিএল ম্যাচ হতে চলেছে। এরপর হয়তো তাকে উইকেটের স্থানে আইপিএলে মাঠে নামতে দেখা যাবে না। ভারতীয় ক্রিকেটে আইপিএলের আবির্ভাব ঘটেছিল ২০০৮ সালে। এমএস ধোনি (MS Dhoni) আইপিএল -এর ইতিহাসে একজন সফল অধিনায়ক। ভারতের আইপিএল-এর প্রথম বছরেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনির অধিনায়কত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে।

২) আম্বাতি রায়ডু (Ambati Rayudu)

Ambati Rayudu

আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান  ও সিএসকে-র মিডল অর্ডারের ভরসামান ক্রিকেটার আম্বাতি রায়ডু (Ambati Rayudu) আগামী বছরই ৩৮ শে পা দেবেন। গতবার ১৩ টি ম্যাচে ২৪-এর গড়ে রায়ডু ২৭৪ রান করেছিলেন। যদি ২০২৩-এর আইপিএল-এ রায়ডুকে দুর্দান্ত না খেলতে পারে তবে তাকে সম্ভবত সিএসকে ছেড়ে যেতে হবে। আম্বাতির বদেল অন্য কোনও তরুণ কোনও ক্রিকেটারের প্রতি এই দল বিনিয়োগ করতে চাইবেন।

৩) অমিত মিশ্র (Amit Mishra)

Amit Mishra

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার অমিত মিশ্র-এর ১৫৪ ম্যাচে ১৬৬ উইকেট রয়েছে। গতবারের আইপিএল-এ তিনি ছিলেন আনসোল্ড। তবে ২০২৩-এর আইপিএল-এ ৪০ বছরের এই স্পিনারকে লখনউ সুপার জায়েন্টস নিয়েছে। আগামী বছরে ৪১-এ পা দেওয়া এই খেলোয়াড়ের বয়স বৃদ্ধির জন্য এটাই তার শেষ আইপিএল ম্যাচ হতে পারে।

৪) ডেভিড ওয়ার্নার (David Warner)

David Warner

ভোররাতে গাড়ি চালানোর সময় গুরুতর চোট পান ঋষভ পন্থ (Rishabh Panth)। তাই এবারের আইপিএল ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। সেই পরিবর্তে দিল্লি ক্যাপিটালস ডেভিড ওয়ার্নারের কাঁধেই গুরুদায়িত্ব তুলে দিয়েছে।  আইপিএল ফ্যানদের ডেভিডের বায়োডাটা দেওয়ার প্রয়োজন নেই। ক্রোড়পতি লিগের রানশিকারিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানশিকারি হলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। মোট ১৫৫ টি ম্যাচে তার রান ৫৬৬৮। স্ট্রাইক-রেট ১৪০.৫৮। গত বছরের শুরুতেই ডেভিড জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন। এটাই তার অন্তিম আইপিএল ম্যাচ।

৫) দীনেশ কার্তিক (Dinesh Kartik)

Dinesh Kartik

গত বছরের আইপিএলে আরসিবি ৫.৫ কোটি টাকা বিনিয়োগ করে দীনেশ কার্তিককে (Dinesh) নিয়েছিল। দলকে জিতে দেওয়ার অন্যতম কারিগর তিনি। খেলার মাঠে প্রতিটি ম্যাচেই যেন নবজন্ম হয় তার। এর সর্বকালের সেরা ক্রিকেটার খুব ভালো একজন ফিনিশার। ১৮৩.৩৩-এর স্ট্রাইক রেটে  তার রান ৩৩০। তবে এই বছর দীনেশ কার্তিকের (Dinesh Kartik) বয়স হতে চলেছে ৩৮ বছর। আগামী বছর তাকে আইপিএল ম্যাচে দেখা যাবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে।

Share