বর্তমানে করোনাকালীন পরিস্থিতিতে সবকিছুই অনলাইন হয়ে গেছে। যার জন্য প্রয়োজন ডেটার (Data)। তবে টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণ ডেটা প্রদান করে। তবে কাজ করতে করতে কিংবা অনলাইনে বন্ধুদের সাথে চ্যাট করতে গিয়ে এই ডেটা শেষ হয়ে গেলে প্রয়োজনের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। সম্প্রতি এই সমস্যা সমাধানের জন্য এক দুর্দান্ত খবর নিয়ে এলো রিলায়েন্স জিও (Reliance Jio)।
সম্প্রতি রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে বিনা রিচার্জেই পাওয়া যাবে 5 GB পর্যন্ত ডেটা। এর জন্য সেই সময় কোন অর্থ দিতে হবে না। বিষয়টা হল, অনেক সময় দিনের নির্দিষ্ট সময়ের আগেই নির্দিষ্ট পরিমাণ ডেটা শেষ হয়ে যায়। কিন্তু গ্রাহকদের প্রয়োজন আরও ডেটা। এইসময় জিওর এই অফারটি ব্যবহার করতে পারবেন আপনি।
এক্ষেত্রে জানানো হয়েছে, দৈনিক ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলে গ্রাহক 5 GB পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 1 GB করে 5 বার ব্যবহার করার সুযোগ পাবেন। এই ডেটা পাওয়ার জন্য গ্রাহকদের My Jio অ্যাপ থেকে ইমারজেন্সি ডেটা লোন ট্যাব থেকে একটি সক্রিয় করতে হবে। যাতে কোনো কারণবশত দৈনিক ডেটা ব্যালান্স শেষ হয়ে গেলে, গ্রাহকেরা এই অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন।
এই সুবিধা পাওয়ার জন্য প্রথমে আপনাকে My Jio অ্যাপে যেতে হবে। এরপর উপরের দিকে বাম কোনে তিন – বিন্দু মেনু নির্বাচন করতে হবে। এরপর “Emergency Data Loan” অপশনে যেতে হবে। “Get emergency data” অপশনে গিয়ে “Activate now” এ ক্লিক করলেই আপনি এই ডেটা লোনের সুবিধা পেয়ে যাবেন।
তবে এই ডেটা ফেরত দেওয়ার জন্য কোন নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি Reliance Jio। তবে গ্রাহককে এই ডেটা ফেরত দেওয়ার জন্য রিমাইন্ডার দিতে থাকবে কোম্পানি। এই সূত্রে জানিয়ে রাখা ভালো, 1GB ডেটার দাম রাখা হয়েছে 11 টাকা।