Skip to content

মোবাইল নম্বর লিঙ্ক ছাড়াই এই সহজ পদ্ধতিতে ডাউনলোড করে নিন Aadhaar Card, বিস্তারিত জানতে

বর্তমানে যে কোন ব্যক্তিরই সরকারি,বেসরকারি অথবা যেকোনো রকম অফিসিয়াল কাজে প্রামাণ্য পরিচয়পত্র হলো আধার কার্ড (Aadhaar card)। আধার কার্ড না থাকলে তৈরি করা যাবে না প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এর মত বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি। পাওয়া যাবেনা ব্যাঙ্কের পরিষেবা। কিছুদিন আগে পর্যন্ত মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলে অনলাইনে আধার কার্ড ডাউনলোড ও আপডেট করা যেত না।

Download aadhaar

তবে সম্প্রতি গ্রাহকদের সুবিধার্থে এক নতুন নিয়ম শুরু করেছে Unique Identification Authority of India (UIDAI)।

এখন থেকে আধারে কোন মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলেও Unique Identification Authority of India-র ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড ও আপডেট করা যাবে আধার। UIDAI থেকে আরও জানানো হয়েছে যে, মোবাইল নাম্বার রেজিস্টার থাকলে এবার থেকে শুধুমাত্র একটি এসএমএস (SMS) করেই আপনি ডাউনলোড করতে পারেন আধার কার্ড।

মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলে আধার কার্ড ডাউনলোড (Download Aadhaar) করতে আপনাকে যা যা করতে হবে

• প্রথমে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

• এরপর হোম স্ক্রিনের একেবারে ডানদিকের ওপরে যে ড্রপডাউন অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।

• এরপর একটি মেনু open হবে। মেনুতে ‘My Aadhaar’ অপশনে যান।

• ‘My Aadhaar’ অপশনে যাওয়ার পর ‘Order Aadhaar Reprint’ বলে একটি অপশন খুলে যাবে। সেখানে ক্লিক করতে হবে।

• এরপর 12 সংখ্যার আধার নাম্বার (Aadhaar number) বা 16 সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নাম্বার (Virtual Identification number) সাবমিট করতে হবে।
• এরপর আপনাকে একটি সিকিউরিটি কোড এন্টার করতে হবে।

Aadhaar update

•এরপর ‘My Mobile number is not registered’ অপশন সিলেক্ট করতে হবে।•

এরপর আপনার কাছে উপস্থিত মোবাইল নাম্বারটি যথাস্থানে দিতে হবে।

• এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে।•এরপর নীচে ‘Terms and condition’ পড়ে নিয়ে Submit button- এ ক্লিক করতে হবে।

• সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পর ওটিপি (OTP) এন্টার করলে নতুন পেজ খুলে যাবে।

• এরপর আধার প্রিন্ট আউট করার জন্য ‘Preview Aadhaar Letter’ অপশন দেখাবে।

• সমস্ত তথ্য ঠিকঠাক মিলিয়ে নিয়ে এরপর ‘Make Payment’ অপশনে ক্লিক করতে হবে।

• আধার কার্ডের প্রিন্ট আউট অথবা PDF বের করতে হলে এরপর আপনাকে digital signature আপলোড করতে হবে।

• পুরো প্রসেস শেষ হলে আধার অথোরিটির তরফে আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস (SMS) যাবে। সেখানে আবেদনের নাম্বার দেওয়া থাকবে। যা দেখে বোঝা যাবে যে আধার সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে।

Share