সোশ্যাল মিডিয়াতে এক আশ্চর্য ঘটনা দেখা গেল। এক MBBS ডাক্তার খাচ্ছেন গোবর (cow dung)! হ্যাঁ ঠিকই শুনলেন। খুব তৃপ্তি করেই ডাক্তার গবগব করে গোবর খেয়ে ফেললেন। শুধু গোবর ই নয়, গোমূত্র পান করে ফেলছেন ওই ডাক্তার। বিষয়টি কি আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সম্প্রতি যে ডাক্তারের গোবর খাওয়া ভিডিও ভাইরাল হয়েছে সেই ডাক্তারের নাম মনোজ মিত্তল। কার্নাল এর বাসিন্দা ওই ডাক্তার। কর্ণাল এই ডাক্তারের চেম্বার রয়েছে। ডাক্তার অত্যন্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলেন। রাত্রে বেলায় ঘুমানোর জন্য খাট-বিছানা ব্যবহার করেন না, মাটিতেই ঘুমিয়ে পড়েন। এসির হাওয়া পছন্দ করেন না,পছন্দ করেন প্রকৃতির হাওয়া। এছাড়াও তিনি নির্ভেজাল খাবার-দাবার সেবন করেন এবং তার সাথে গোবর ও খান।
ডাক্তার বলেন গোবর খাওয়ার একাধিক গুণ রয়েছে। নিয়মিত গোবর খেলে ক্যান্সার ধারে কাছে ঘেষতে পারবে না। রয়েছে ভিটামিন বি, এবং রয়েছে প্রচুর পরিমাণে অক্সিজেন। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং যেকোন মারণ রোগ থেকে শরীরকে রক্ষা করে।
Dr. Manoj Mittal MBBS MD's prescription. Via @ColdCigar pic.twitter.com/SW2oz5ao0v https://t.co/Gzww80KiSs
— Rofl Gandhi 2.0 🚜🏹 (@RoflGandhi_) November 16, 2021
ডাক্তারবাবু আরো জানান, টিভি ফ্রিজ ,মোবাইল, এসি এই সমস্ত ইলেকট্রিক যন্ত্র থেকে ক্ষতিকর রশ্মি বের হয় এবং তা মানব শরীরে ক্যান্সার সৃষ্টি করে। কিন্তু নিয়মিত যদি গোবর খাওয়া হয় তাহলে এই মারণ রোগ এড়ানো সম্ভব। গোবরে ওই সমস্ত ক্ষতিকর রশ্মি আটকানোর বিশেষ ক্ষমতা রয়েছে। এছাড়াও তিনি আরো জানান, গর্ভবতী মহিলা যদি নিয়মিত গোবর সেবন করেন তাহলে প্রসব সময়ে প্রসব যন্ত্রণা অনেকটাই কমতে সাহায্য করে।