ভারতীয় পুলিশের (Police) ইতিহাস অনেক বিস্তৃত। প্রতিদিন খবরের শিরোনামে হোক কিংবা টেলিভিশনের পর্দায়, এই পুলিশ সংক্রান্ত বিষয় নিয়ে অনেক ভালো-মন্দ আলোচনার মধ্যেও তাদের বিষয়ে এমন ঘটনা আছে যা আমাদের সকলেরই অজানা থেকে যায়। আমরা সাধারণত প্রত্যেক পুলিশকেই খাকি রঙের পোশাকে দেখি, তবে জানেন কেন সারা দেশের পুলিশের পোশাকের রঙ এক হলেও কলকাতা পুলিশের (Kolkata) পোষাকের রঙ সাদা হয়? যদি না জানেন, তবে এই প্রতিবেদনটি আপনাদের জন্যে।
দেশের মধ্যে একমাত্র কলকাতা পুলিশের ইউনিফর্মের রং সাদা কারণ, ব্রিটিশ (British) শাসনকালে ১৮৪৫ সালে ব্রিটিশদের উদ্যোগে কলকাতা পুলিশ গঠিত হয়েছিল। সেই সময় একদিকে যেমন গঠিত হচ্ছিল পুলিশের টিম গঠন অপরদিকে চলছিল তাদের পোশাক নিয়ে আলোচনা। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর, ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত নেন কলকাতা পুলিশের ইউনিফর্মের রঙ হবে সাদা। এরপর থেকে দেশের অন্যান্য শহরের পুলিশদের রঙ খাকি হলেও কলকাতা পুলিশের পোশাকের রঙ হবে সাদা।
এছাড়াও খবর সূত্রে জানা গেছে, ১৮৪৭ সালের ব্রিটিশ শাসনকালের সময় ব্রিটিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা স্যার হ্যারি লুমসডেন কলকাতা পুলিশের সম্পূর্ণ দলটিকে থাকি ইউনিফর্ম করার প্রস্তাব দেন। তবে কলকাতা আর্দ্র জলবায়ুর পরিবেশ হওয়ায় এখানের পুলিশ এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
এছাড়াও ব্রিটিশ অফিসাররা বৈজ্ঞানিক পন্থা অবলম্বনে জানতে পেরেছেন, কলকাতার আবহাওয়া অনুযায়ী এখানে পুলিশদের জন্য সাদা পোশাক সেরা। তাই তারা এই পোশাক পড়েন।