এখন গোটা দেশ জুড়ে উৎসবের মরশুম। কালী পূজা (Kalipuja) তথা দিওয়ালির আনন্দে চারিদিক ঝলমলে আলোয় মেতে উঠেছে। তবে মা কালীর অনেক রহস্যপূর্ণ ঘটনা আপনাদের হয়তো অনেকেরই অজানা। এই কালী পূজার সঙ্গে বেশ কিছু বিষয় জড়িয়ে আছে। পূর্বের কথিত অনুযায়ী আমরা শুনেছি, ডাকাতরা ডাকাত কালীর পুজো করতেন। শোনা যায়, ডাকাতরা (Robber) ডাকাতি (Robbery) করার পূর্বে মা কালীর পুজো করতেন এবং পুজোর শেষ হওয়ার পর তারপর তারা দলসহ ডাকাতি করতে যেতেন। তবে আপনি কি জানেন কেন তারা মা কালীর পুজো করতেন? যদি না জানেন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। চলুন প্রতিবেদনে বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
আজও সকলেরই ডাকাতের কথা শুনলেই গা শিউরে ওঠে। ডাকাতের নাম শুনলে যার কথা প্রথমেই মাথায় আসে তিনি হলেন রঘু ডাকাত (Raghu Dhakat)। এই রঘু ডাকাতের ভূমিকায় বাংলার সুপারস্টার দেব অভিনয় একবার অভিনয় করেছিলেন। শোনা যায়, রঘু ডাকাত তার দলবল সহ ডাকাতি করার পূর্বে মা কালীর পুজো করতেন। প্রসঙ্গত বলা যায় রঘু ডাকাত, খগেন চ্যাটার্জী রোডে কাশিপুরে তার নিজস্ব কালী মন্দিরে চিত্তেশ্বরী সর্বমঙ্গলা কালীর (Chitteswari Sarvamangala Kali) প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও রঘু ডাকাতের পাশাপাশি আরও এক ডাকাতের নাম শোনা যায়। তিনি হলেন বিশে ডাকাত (Bishe Dhakat)। লোকো মুখে শোনা যায়, তিনি বুনো কালী মন্দিরে পুজো করে ডাকাতি করতে বের হতেন।
তবে এই ডাকাতির সঙ্গে কালী পূজার সম্পর্ক কি জানেন? এর প্রকৃত কারণ বের করা খুবই কঠিন ব্যাপার। তবে ডাকাতরা কালীপুজো করে ডাকাতি করতে যেত এই কথা সত্য। এই গল্পের অনেক প্রমাণও পাওয়া গেছে। অনেকের মতে ডাকাতরা প্রচুর সম্পত্তি লুট করতেন এবং বহু মানুষের প্রাণ নিতেন। তাই নিজেদের পাপ ক্ষয় করার জন্য ডাকাতি করতে যাওয়ার পূর্বে তারা মা কালীর কাছে নিজেকে সপে যেতেন।
বাংলার সকল ডাকাত মা কালীর চূড়ান্ত ভক্ত হওয়ার দরুণ তাদের নিয়ে কথিত এই কাহিনী সত্যি হতেও পারে আবার নাও পারে। তবে এ কথা স্পষ্ট তারা যতই ভয়ঙ্কর হোক তবুও তাদের ভেতর বিবেক দর্শন কাজ করতো। আর এই ভিত্তিতেই তারা নিজেদের পাপ কমানোর তাগিদে ডাকাতি করতে যাওয়ার পূর্ব মা কালীর পূজা করতেন।