মুকেশ আম্বানি হলেন ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি। দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে তার প্রচুর সম্পত্তি সম্ভার। রয়েছে দামি গাড়ি থেকে শুরু করে বিলাসবহুল বাড়ি সবকিছুই। আম্বানি পরিবারের প্রত্যেকটি অনুষ্ঠানও বেশ জাঁকজমক করে ঘটে। সম্প্রতি, আম্বানি পরিবারে একটি বিশাল জাকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কারণ ইতিমধ্যেই বিবাহ সম্পন্ন হয়েছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Ananta Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Marchent)। এই শুভানুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলোয়াড় থেকে শুরু করে বিনোদন জগতের প্রত্যেক তারকারা এবং অনেক প্রধান গণ্যমান্য ব্যাক্তিরা।
প্রসঙ্গত অনন্ত আম্বানি কয়েক কোটি টাকার মালিক। তার কাছে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর গাড়ির কালেকশন। তবে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন অনন্ত আম্বানি বেশ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। কারণ এক্ষেত্রে তিনি তার বাবা এবং ঠাকুরদার আদর্শে অনুপ্রাণিত হয়েছে। তবে সাধারণভাবে জীবনযাপন করলেও তার কোটি কোটি টাকার বেশ কিছু মূল্যবান গাড়ি রয়েছে। চলুন এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক, তার কি কি গাড়ি রয়েছে।
আম্বানি পুত্র অনন্ত আম্বানির ৪ টি মূল্যবান গাড়ি সম্পর্কে জেনে নিন–
১) রোলস রয়েস ফ্যান্টম ( Rolls Royce Phantom)
মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিও অগাধ সম্পত্তির মালিক। তাঁর কাছে যে দামি গাড়িগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রোলস রয়েস ফ্যান্টম Rolls Royce Phantom) । ভারতীয় বাজারে যে গাড়ির মূল্য প্রায় ৯ থেকে ১০ কোটি টাকার উর্ধ্বে।
২) বিএমডব্লিউ আই৮ (BMW i8)
এছাড়াও তার কাছে হয়েছে অন্যতম দামি গাড়ি বিএমডব্লিউ আই৮ (BMW i8)। ভারতে যার দাম ২.৫ কোটি টাকা।
৩) মার্সিডিজ বেঞ্জ জি৬৩ এএমজি (Mercedes Benz G63 AMG)
গাড়ির দুনিয়ার সকলেরই সবচেয়ে পছন্দের গাড়ি হল মার্সিডিজ। আর এই কোম্পানির বেঞ্জ জি63 এএমজি অনেকেরই ভীষণ প্রিয়। এই দুর্দান্ত গাড়িটি অনন্ত আম্বানির অন্যতম মূল্যবান সম্পত্তি, যার দাম ভারতীয় বাজারে ২.৫ কোটি টাকা।
৪) ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ (Land Rover Range Rover Vogue)
অনন্ত আম্বানির গাড়িগুলির মধ্যে আরও একটি অন্যতম গাড়ি হল ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ। বিশেষত এই গাড়িটি বেশ শক্তিশালী একটি গাড়ি। ভারতীয় বাজারে এই গাড়ির দাম ২.৫ কোটি টাকা।