পৃথিবীতে যত বহুতল রয়েছে তার মধ্যে অন্যতম হলো দুবাইয়ের বুর্জ খালিফা (Burj Khalifa)। পৃথিবীর সবচেয়ে দামি আকর্ষণ হল এই বহুতলটি। দেশ-বিদেশ থেকে বহু পর্যটক শুধুমাত্র এই বহু দলটিকে একবার দেখার জন্য মরিয়া হয়ে থাকেন।
৮২৮ মিটার উচ্চতা বিশিষ্ট এই বহুতলটি দেখতে বেশ রহস্যজনক। জানেন এর ভেতরে কি আছে? জানেন পৃথিবীর এই সর্ব উচ্চতম (The Tallest Building In The World) বহুতল কি দিয়ে সাজানো? চলুন আজকের এই প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রসঙ্গত এই বুর্জ খালিফা নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০০৪ সালে এবং দীর্ঘ পাঁচ বছর পর ২০০৯ সালে এই বহুতলটি গড়ে ওঠে। ৮২৮ মিটার উচ্চতা বিশিষ্ট এই বহুতলটি ১৬৩ টি তল নিয়ে তৈরি। এই তলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল ২০১০ সালের ৪ঠা জানুয়ারি। এই বুর্জ খালিফার নামকরণ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন প্রেসিডেন্ট খলিফা বিন জ়ায়েদ আল নাহ্ইয়ানের (Khalifa Bin Zayed Al Nahyan) নামে। প্রথমের নাম ছিল বুর্জ দুবাই (Burj Dubai), পরে তা হয় বুর্জ খালিফা (Burj Khalifa).
এই বহু তলে বাসস্থানের সংখ্যা মোট ৯০০ এবং প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ এখানে বসবাস করে। এখানের স্থানীয় বাসিন্দারা ছাড়াও পর্যটকরা গিয়েও থাকতে পারেন। এই হোটেলে সমস্ত কিছু বিলাসবহুলতার সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে নিজস্ব দোকান, বিভিন্ন শপিং মল, সুইমিং পুল, ক্লাব।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ‘দ্য ক্লাব’ (The Club) হলো এই হোটেলের স্বাস্থ্যচর্চা কেন্দ্র। যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য হোটেলের ১২৩ তলায় একটি লাইব্রেরি রয়েছে। স্কাই লবি রয়েছে ৪৩, ৭৬ এবং ১২৩ তলায়। এছাড়াও এখানে রয়েছে পৃথিবীর উচ্চতম রেস্তোরাঁ ‘অ্যাটমোসফিয়ার’ (Atmosphere) এবং সাথে ১৪৮ তলায় রয়েছে পৃথিবীর উচ্চতম আউটডোর অবজ়ারভেশন ডেক (Outdoor Observation Deck)। এখানে একটি ফ্ল্যাটের নাম ২০০ কোটি টাকা। পর্যটকরে এখান থেকে ইরানের সমস্ত সমুদ্র উপকূল দেখে উপভোগ করেন।