বাংলার সিনেমা জগতে (Bengali Film Industry) এক সময়ের একজন অতিপরিচিত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। তিনি শুধু টলিউড নয়, অনেক দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছিলেন। এছাড়াও তাকে উড়িষ্যার বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের (Superstar) সাথে তিনি কাজ করেছেন। তার অভিনীত অনেক সিনেমায় ব্লকবাস্টার হিট হয়েছিল। সেই আগের মতো আজও দর্শকরা থাকে খুবই পছন্দ করেন।
এই অত্যন্ত সুন্দরী বাঙালি অভিনেত্রী বর্তমানে দিদি নং ওয়ানের (Didi No. 1) -এর প্রধান সঞ্চালিকা। সবাই তাকে বর্তমানে এক ডাকে দিদি নম্বর ওয়ান বলে চেনেন। প্রতিদিন বিকেল ৫ টায় তাকে জি বাংলায় দেখা যায়। বহুবছর ধরে তিনি এই প্ল্যাটফর্মে সঞ্চালিকা হিসাবে নিজেকে দক্ষ প্রমাণ করেছেন। এছাড়াও তিনি এখন শাড়ির ব্যবসা করেন।
তবে আপনি কি এই অভিনেত্রীর প্রকৃত নাম জানেন? তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি (Jhumjhum Banerjee)। তার স্কুল-কলেজ থেকে শুরু করে ব্যাংকের সমস্ত তথ্যে এই নামই রয়েছে। তিনি মিস কলকাতা (Miss Kolkata) খেতাব অর্জন করার পর জনপ্রিয় প্রবীণ পরিচালক সুখেন দাশ (Sukhen Dash) তাঁর নামটি পরিবর্তন করে দিয়েছিলেন। তাকে আজ সিনেমায় না দেখা গেলেও তিনি বিভিন্ন কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখেন।