Skip to content

জেনে নিন সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাংবাদিক মনীশ কাশ্যপ কত সম্পত্তির মালিক!

মনীশ কাশ্যপ নেট ওয়ার্থ (Manish Kashyap Net Worth): বিহারের বিখ্যাত ইউটিউবার মনীশ কাশ্যপ (Manish Kashyap) দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে প্রাধান্য পেয়ে এসেছেন। আসলে বেশ কিছুদিন পূর্বে তামিলনাড়ুর বিহার থেকে আসা অধিবাসী শ্রমিকদের নিয়ে একটি মিথ্যে ভিডিও তৈরি করে মনীশ কাশ্যপ (Manish Kashyap) নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেন। ভিডিওটি দেখা মাত্রই পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এবং মিথ্যে খবর ছড়ানোর সাথে সাথে রাজ্য গুলির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার অপরাধে মনীশের উপর একটি মামলা দায়ের করা হয়।

Manish Kashyap

বেশ কিছুদিন আগেই বিহারে আত্মসমর্পণ করেন এই ইউটিউবার। প্রতিনিয়ত তাকে অর্থনৈতিক অপরাধ দমন ইউনিট থেকে এই ভিডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

মনীশ কাশ্যপের সম্পত্তি (Property of Manish Kashyap)

Manish Kashyap

মনীশ কাশ্যপ (Manish Kashyap), যার ‘সাচ তক’ (Sach Tak) নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট আছে, সেই চ্যানেল থেকে তিনি ১০ থেকে ২০ লক্ষ টাকা উপার্জন করেন। এই চ্যানেলের প্রতি পরিশ্রম করেই  তিনি ৬৩ লক্ষ টাকার সম্পত্তি অর্জন করেছেন। ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাস করা এই মনীশ (Manish Kashyap) প্রথমে বহু কোম্পানিতে চাকরি করতেন। তবে পরে তিনি সমস্ত কিছু ছেড়ে নিজের ইউটিউব চ্যানেলের প্রতি মনোযোগ দেন এবং পরিশ্রমের মাধ্যমে আজ তাকে ৬ লক্ষের বেশি মানুষ  অনুসরণ করেন।

Manish Kashyap

মনীশ ২০১৮ সালের ১৩ই জুলাই নিজের ইউটিউব চ্যানেলে সাংবাদিকতার কাজ শুরু করেন এবং এই পরিশ্রমের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন। পুলিশ যখন মামলাটি নথিভুক্ত করেন এবং মনীশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে, তখন ৪৩ লক্ষ টাকা পান অ্যাকাউন্ট থেকে।

Manish Kashyap

 

মণীশ কাশ্যপের বিখ্যাত সাংবাদিকের প্রকৃত নাম ত্রিপুরারি কুমার তিওয়ারি (Tripurari Kumar Tiwari) এবং তিনি পশ্চিম চম্পারন জেলার খুব ছোট একটি গ্রামের বাসিন্দা। তিনি ডুমরি মহানাওয়াতে জন্মগ্রহণ করেছিলেন।  তার বাবা উদিত কুমার তিওয়ারি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন। মণীশ কাশ্যপের (Manish Kashyap) গ্রেপ্তারের কারণে বিহারে ২৩শে মার্চ বন্ধ ছিল। রাস্তায় মণীশের সকল সমর্থকরা নেমে আসেন। তবে খুবই সৌভাগ্যের ব্যাপার এখনো পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সবাই সকল স্থানে সুরক্ষিত ছিলেন।

Share