বিশ্ব সেরা সুন্দরী (Miss World) তথা বলিউডৈর অন্যতম দক্ষ অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aiswariya Rai Bachchan) সকলেরই খুব পছন্দের। যে পরিমানে ঐশ্বরিয়া রাই নিজের যোগ্য তাই নিজের জায়গা তৈরি করেছেন, সেই তুলনায় তার মতো অন্যান্য বিশ্ব সুন্দরীরা নিজেদের খ্যাতি অর্জন করতে পারেননি। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড (Miss World 1994) প্রতিযোগিতায় তিনি ভারতের নাম উজ্জ্বল করেন। এখানেই তার শুরু নয়, এর পূর্বে তিনি আমির খানের (Amir Khan) সঙ্গে অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন।
আমাদের দেশের অন্যতম মিস ইউনিভার্স (Miss Universe) সুস্মিতা সেন (Susmita Sen) বহু সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “ঐশ্বর্য রাই- এর নতুন প্রতিযোগিতি থাকার কারণে তিনি মিস ইন্ডিয়া (Miss India) প্রতিযোগিতায় অংশ নিতে ভয় পেয়েছিলেন। অবশ্য অবশেষে সুস্মিতা সেনই জয়ী হন। তবু দীর্ঘ ২৮ বছর ধরে কেরিয়ার জীবনে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন বলিউডের এই অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। হাম দিল দে চুকে সানাম (Hum Dil De Chuke Sanam), জোশ (Josh) থেকে শুরু করে দেবদাস (Devdas) সবই তার অভিনীত অনবদ্য সিনেমা।
ঐশ্বরিয়া রায় অভিনীত তার এই আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমাটি সাফল্যতার কারণে তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছিল। এছাড়াও তিনি হলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। তিনি সম্মানীয় পদ্মশ্রী পুরস্কার (Padmasree) অর্জন করেছেন। গত মঙ্গলবারই এই অভিনেত্রী জন্মদিন ছিল। তিনি বর্তমানে ৪৯। তাই এই জন্মদিনের শুভলগ্নে আমরা আপনাদের অভিনেত্রীর সম্পূর্ণ সম্পদ সম্পর্কে জানাব।
এখনো পর্যন্ত বলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। তার অভিনীত প্রতিটি সিনেমার জন্য তিনি মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। তার সদ্য অভিনীত ছবি পোন্নিয়ান সেলভান -এর (Ponniyin Selvan) জন্য তিনি ১০ কোটি টাকা উপার্জন করেছেন। এছাড়াও ১৯৯২ সাল থেকে তিনি একাধিক ব্যান্ডের ব্র্যান্ড এম ছিলেন। বর্তমানে তিনি সমস্ত বিজ্ঞাপনের জন্য ৬ কোটি টাকারও উর্ধ্বে পারিশ্রমিক নেন। শুধু তাই নয় একজন উচ্চমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর (Brand Ambassador) হওয়ার কারণে তার বাৎসরিক আয় ৮০ থেকে ৯০ কোটি টাকা।
বর্তমানে তিনি তার শ্বশুর বাড়ির পরিবারের সাথে জলসা নামক একটি বাংলোয় থাকেন। যার বর্তমান মূল্য ১০০ কোটি টাকা। এছাড়াও দুবাইতে তিনি একটি ৫৫০০ স্কয়ার ফিটের বাংলো কিনেছেন যার মূল্য ১৬ কোটি টাকা। এছাড়াও তার ব্যক্তিগত এমন গাড়ির কালেকশন রয়েছে যার প্রত্যেকটির নাম মিলিয়ে ১৮ কোটি টাকার উর্দ্ধে।