Skip to content

নতুন রূপে সেজে উঠছে দীঘা, এবার থেকে ঘুরতে গেলে পর্যটকদের জন্য রয়েছে এই বিশেষ সুবিধা

মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অল্প কয়েকদিন ছুটি নিয়ে সমুদ্রের ধারে ঘুরতে আসতে চান? সেক্ষেত্রে সকলের, বিশেষ করে বাঙালির পছন্দের অন্যতম জায়গা হল দিঘা (Digha)। সারা বছর পর্যটকদের দিঘা কিংবা মন্দারমনিতে ভিড় জমাতে দেখা যায়। এবার সেই যাত্রীদের জন্যই রইল আরও একটি সুখবর। জেনে নিন কি সেই সুখবর।

Sea beach

দিঘাকে (Digha) আবার ১০ লক্ষ টাকা খরচ করে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে,  দীঘায় অবস্থিত বিখ্যাত অমরাবতী পার্কটা (Amarabati Park) আবারো নতুনভাবে সাজিয়ে তোলা হবে। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গেছে। আশা করা যাচ্ছে, এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর সফরের পূর্বেই কাজটি সম্পন্ন হয়ে যেতে পারে। প্রশাসন পর্যটকদের এই প্রিয় শহরটিকে গুছিয়ে দেওয়ার জন্য ভীষণভাবে ব্যস্ত।

Amarabati Park

অনেকেই হয়তো এই খবরটি জানেন যে, দিঘাতেও পুরীর আদলে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করা হচ্ছে। তা নিয়েও ভীষণ ব্যস্ত দীঘা প্রশাসন। অপরদিকে ঘূর্ণিঝড়ের কারণে সকল পর্যটকদের পছন্দের অমরাবতী পার্কটি বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। তাই দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ পার্কটির সৌন্দর্যায়নে ১০ লক্ষ টাকা খরচ করে থেকে নতুনভাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

Park

বেশ কিছুদিন আগেই এই পার্কে শিশুদের আকৃষ্টতা বাড়ানোর জন্য হাঁদাভোঁদা, বাঁটুল দি গ্রেটের মূর্তি বসানো হয়েছে। দীঘা পর্ষদ এই অমরাবতী পার্কে সৌন্দর্যতা এবং মেরামতি ছাড়াও বিভিন্ন প্রযুক্তিগত কাজ করছে। ঝড়ের দাপটে এই পার্কের ভিতরে যে কাঠের সেতুটি ভেঙে গিয়েছিল বর্তমানে সেটাই ভালোভাবে প্রস্তুত করা হচ্ছে।

Ropeway

এছাড়াও জানা গেছে, জলাশয়ে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য বাড়ানো হবে হাঁসের সংখ্যা এবং তার আশপাশে পর্যটকদের বসার জন্য রাখা হবে বেঞ্চ।  নিরাপত্তার স্বার্থে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। এরপর আপনারা দিঘা গেলে আগের অমরাবতী পার্কটি  নতুনভাবে ফিরে পাবেন। আশা করি ছোট বড় সকলেরই পার্কটি ভালো লাগবে।

Share