দেশে এবং গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ক্রিকেটারদের ফ্যানরা । ভারতীয় ক্রিকেট দলের কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে প্রাক্তন অধিনায়ক ধোনি অথবা সৌরভ গাঙ্গুলীর একাধিক ভক্ত রয়েছে এ দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির এরকমই এক অন্ধ ভক্তের কথ খবরের শিরোনামে উঠে এলো।
সম্প্রতি ক্রিকেটার ধোনির একজন ফ্যান যিনি হরিয়ানার একটি ছোট্ট গ্রাম খেদি জালাব এর বাসিন্দা তিনি শুধু হরিয়ানা থেকে পায়ে হেঁটে ধোনির ফার্ম হাউসে আসেন দেখা করবার জন্য। প্রায় ১৪৩৭ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসেন ফ্যান অজয় গিল। অত্যন্ত সাহসিকতার সাথে এই যুবক একা এতটা রাস্তা পায়ে হেঁটে এসেছেন। ক্রিকেটার নিজের ভক্তের আবেগ এবং সাহস থেকে অত্যন্ত অভিভূত।
হরিয়ানার খেদি জালাবের বাসিন্দা অজয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির একজন অন্ধ ভক্ত। নিজের হেয়ার স্টাইল থেকে শুরু করে টি’শার্ট সবেতে ধোনির নাম তিনি লিখে রেখেছেন । এমনকি চুলের স্টাইলও মহেন্দ্র সিং ধোনির মত। তিনি পায়ে হেঁটে ঝারখান্ড পৌঁছেছেন এবং সেখান থেকে ক্রিকেটার ধোনির সাথে দেখা করে আশীর্বাদ নিয়ে তবেই ফিরবেন একথা ঠিক করেছেন। অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে অজয়। তাঁর বাবা সেলুনে কাজ করে।
মাত্র ৪ বছর বয়স থেকেই অজয় ক্রিকেটের প্রতি আগ্রহী। ২০০৪ সালে ভারত-পাকিস্তান ম্যাচের ধোনি সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচে ধোনির অসামান্য পারফরম্যান্স দেখে ধোনির প্রতি আগ্রহ জন্মায় অজয়ের । পরবর্তীকালে ধোনির অধিনায়কত্বে ২০০৭ এবং ২০১১ সালে ভারত বিশ্বকাপ জয় করে। এরপর থেকেই ধোনির এক এবং অদ্বিতীয় অন্ধ ভক্ত হয়ে যান অজয়।
অজয় চোখে দুনিয়ার একমাত্র সেরা ফিনিশার ধোনি।অজয় বলেন তিনি এতটাই ভক্ত যে একা বসে তিনি ধোনি ম্যাচ দেখেন। অনেক দিনের ইচ্ছা ছিল তার ধোনীর সাথে দেখা করার জন্য তিনি সিদ্ধান্ত নেন পায়ে হেঁটে তার সাথে দেখা করবেন । এই জন্য তিনি সূদর হরিয়ানা থেকে ১৪৩৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে ধোনীর সাথে দেখা করতে আসেন। ২৯ জুলাই তিনি যাত্রা শুরু করেছিলেন এবং তাঁর যাত্রা পথ শেষ হয় ১৪ আগস্ট রাঁচিতে পৌঁছানোর পর।
দিনরাত এক করে বিভিন্ন রাস্তা অতিক্রম করে তিনি পায়ে হেঁটে ধোনির সাথে দেখা করতে এসেছেন।অজয়ের ভাষায় ধোনি তাঁর কাছে ঈশ্বর সমতুল্য । অনেকে তাঁর এই দুঃসাহসিকতা দেখে বিমানে করে তাঁকে তাঁর বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। তবে এই প্রস্তাবে রাজি নন অজয় গিল। তিনি পয়লা নভেম্বর থেকে ফের পায়ে হেঁটে বাড়ি ফিরবে সিদ্ধান্ত নিয়েছেন। তবে অজয় শুধুমাত্র একজন ক্রিকেটার ধোনির অন্ধভক্ত নন , তিনি নিজেও ক্রিকেট খেলেন।