আমাদের শরীর যেমন প্রতিদিন ময়লা হয় তেমন আমাদের চুলও কিন্তু প্রত্যেকদিন ময়লা হয়। যদিও প্রত্যেকদিন গায়ে সাবান দিলেও আমরা প্রতিদিন শ্যাম্পু (Shampoo) ব্যবহার করি না। দু’দিন বা তিন দিন অন্তর অন্তর শ্যাম্পু ব্যবহার করা ভীষণ ভালো চুলের জন্য। চুলে অবাঞ্ছিত পদার্থ পরিষ্কার করে চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এই শ্যাম্পু। কিন্তু অনেক জিনিসের মত আমরা এই শ্যাম্পুকে শ্যাম্পু (Shampoo) বলেই জানি। আমরা জানি না শ্যাম্পু কথাটির বাংলা মানে কি?
আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?
কথিত রয়েছে, ভারতে সর্ব প্রথম শ্যাম্পুর (Shampoo) ব্যবহার শুরু হয়েছিল। প্রথম প্রথম এটি প্রস্তুত করা হতো আমলকি এবং বিভিন্ন ছোট ছোট গাছের দ্বারা। ১৭৬২ সাল থেকে সংস্কৃত শব্দ চামপু থেকে এই শ্যাম্পু শব্দটির উৎপত্তি হয়। চামপু কথাটির অর্থ, তেল দিয়ে মাথায় মেসেজ করা। ইংল্যান্ডে আনুমানিক ১৮১৪ সালে প্রথম শ্যাম্পু (Shampoo) তৈরি করা হয়। পরে ধীরে ধীরে গোটা বিশ্বে এর ব্যবহার শুরু হয়ে যায়। আজ এটি এমন একটি দৈনন্দিন পদার্থে পরিণত হয়ে গেছে, যাকে ছাড়া আমরা একেবারে অচল।
আরও পড়ুন: সারা জীবন হাসিয়েছেন অপরকে, জনি লিভারের ব্যক্তিগত জীবন শুনলে চোখে আসবে জল
তবে শুদ্ধ বাংলায় শ্যাম্পুকে বলা হয় মাথা ধোয়ার ডিটারজেন্ট বা সাবান যুক্ত তরল পদার্থ। তাই আজও অনেক বয়স্করা মাথায় শ্যাম্পু দিচ্ছি না বলে বলেন মাথায় সাবান দিচ্ছি। আজ থেকে অনেক বছর আগে পুকুরে স্নান করার সময় মাথায় ডিটারজেন্ট দেওয়া হতো যেটা বিবর্তিত হয়ে শ্যাম্পুতে পরিণত হয়েছে। তাই শুদ্ধ বাংলায় শ্যাম্পু কথার অর্থ মাথা ধোয়ার ডিটারজেন্ট।