সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের(Allu Arjun) পুষ্পা সিনেমা এর প্রতিটি দৃশ্যই মানুষকে মুগ্ধ করেছে। এই ছবি নিয়ে অনেক কিছুই আজ শিরোনামে। সামি-সামি সুপারহিট গান হোক বা আল্লু অর্জুনের সিগনেচার অ্যাকশন(ঝুকেগা নেহি সালা)। এসব বিষয় মানুষের মধ্যে আলোচনায় রয়েছে। এমনকি চলচ্চিত্রের এসব বিষয় নিয়ে প্রচণ্ডভাবে রিল তৈরি করা হচ্ছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি শেহনাজ গিলের, আল্লু অর্জুনের নয়।
যেখানে পাঞ্জাবের ক্যাটরিনা কাইফকে আল্লু অর্জুনের ছবির এই সিগনেচার স্টেপ করতে দেখা যাচ্ছে। বিশেষ বিষয় হল এই ভিডিওটি শেহনাজ গিল-এর বিগ বস 13-এর দিনের। যেটিতে শাহনাজ গিলকে তার চোয়ালের লাইন ঠিক একইভাবে নাড়াতে দেখা যায়। এই ভিডিওটি দেখার পরে লোকেরা ভাবছে যে শেহনাজ গিলের এই পদক্ষেপটি আল্লু অর্জুন তার পুষ্পা ছবিতে অনুলিপি করেছেন কিনা।
আসলে এই ভিডিওটি খুঁজে পেয়েছেন শাহনাজ গিলের ভক্তরা। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওতে অভিনেত্রী শাহনাজ গিলকে(Sahanaj Gill) হুবহু আল্লু অর্জুনের মতো করতে দেখা যাচ্ছে। শাহনাজ গিলের এই ভিডিওটি প্রায় 2 বছরের পুরনো। যদিও আল্লু অর্জুনের ছবি সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এমন পরিস্থিতিতে মানুষ দাবি করছেন, শাহনাজ গিলকে দেখেই এই দৃশ্য চুরি করেছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন তার পুষ্পা সিনেমাটিতে।
शहनाज़ गिल (Shehnaaz Kaur Gill) पहले ही कर चुकी हैं 'पुष्पा' का Signature Step, सोशल मीडिया पर खूब वायरल हुई वीडियो #ShehnaazGiIl #ShehnaazGillTheNextBigThing #PushpaHindi #PushpaTheRise #PushpaTheRule
📹: Instagram pic.twitter.com/a77Z0YoWcu
— ZEE HINDUSTAN (@Zee_Hindustan) February 2, 2022
চলচ্চিত্র তারকা আল্লু অর্জুন তার বহু প্রতীক্ষিত চলচ্চিত্র পুষ্পা সিনেমা এর দ্বিতীয় অংশ নিয়ে শীঘ্রই বড় পর্দায় ফিরতে চলেছেন। চলতি বছরের শেষ নাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে আসতে পারে বলে জানা গেছে। মার্চ মাসেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। এরপর চলতি বছরের শেষ নাগাদ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।