Skip to content

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! মাত্র ১৫০০ টাকা করে জমা করলেই মিলবে ৩৫ লক্ষ টাকা, বিস্তারিত জানতে

বাজারে টাকা বিনিয়োগের বিভিন্ন সময়ে বিভিন্ন স্কিম লক্ষ্য করা যায়। বেশিরভাগ বিনিয়োগের রিটার্নগুলি খুব আকর্ষণীয় হয়। কিন্তু বিনিয়োগের নিরাপত্তা নিয়ে একটা চিন্তা মনে রয়ে যায়। কিছু কিছু স্কিম এমনও আছে যেখানে রিটানের হলে পরিমাণ তুলনামূলক কম হলেও ঝুঁকি থাকে না। কিন্তু বর্তমানে পোস্ট অফিস (Post Office) গ্রাহকদের সুবিধার্থে এমন এক স্কিম নিয়ে হাজির হয়েছে। সেখানে বেশ ভালো পরিমাণ রিটার্নের সাথে সাথে রয়েছে নিরাপত্তার সুবিধা।

Invest in post office

ইন্ডিয়ান পোস্টের গ্রামীণ সুরক্ষা যোজনা গ্রাহকদের জন্য ভালো রিটার্নে কম ঝুঁকিপূর্ণ বিকল্প নিয়ে উপস্থিত হয়েছে। এই গ্রামীণ সুরক্ষা যোজনা অধীনে গ্রাহকরা ৮০ বছর বয়সে তার অর্থ রিটার্ন পাবেন অথবা কোনো কারণবশত মৃত্যু হলে সেই টাকা পরিবারের হাত পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এই বীমার প্রযোজ্য নিয়মগুলি হল-

১) ১৯ থেকে ৫৫ বছর বয়সি যে কোন ভারতীয় নাগরিক এই বিমার জন্য আবেদন করতে পারবেন।
২) এই বি মাতে ১০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকরা বিনিয়োগ করতে পারবেন।
৩) এই বীমাতে প্রিমিয়াম পেমেন্ট সুবিধা থাকায় গ্রাহকরা মাসিক, ত্রৈমাসিক,অর্ধ-বার্ষিক অথবা বার্ষিকভাবে পেমেন্ট করতে পারবেন।

Post office interest rate

৪) এই বীমাতে কোনো কারণে প্রিমিয়ামের নির্ধারিত দিন পেরিয়ে গেলে, গ্রাহকদের ৩০ দিনের অতিরিক্ত সময় দেওয়া হবে।
৫) কোনো কারণবশত গ্রাহকরা চাইলে তিন বছর পর এই পলিসি তুলে নিতে পারেন। সেক্ষেত্রে কোনো লাভ্যাংশ তিনি পাবেন না। আর এই লাভের পরিমাণ হবে প্রতি ১০০০ টাকায় ৬৫ টাকা।

যদি কোন ব্যক্তি ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার পলিসি কেনেন, তাহলে তাকে ৫৫ বছরের জন্য প্রতি মাসে ১৫১৫ টাকার প্রিমিয়াম দিতে হবে। যদি ৫৮ বছরের জন্য পলিসি কেনেন তাহলে তাকে ১৪৬৩ টাকা প্রিমিয়াম দিতে হবে। যদি ৬০ বছরের জন্য পলিসি কিনেন তাহলে তাকে প্রিমিয়াম দিতে হবে ১৪১১ টাকা।

Post office

রিটার্নে গ্রাহকরা পাবেন, ৫৫ বছরের জন্য ৩১.৬০ লক্ষ টাকা, ৫৮ বছরের জন্য ৩৩.৪০ লক্ষ টাকা এবং ৬০ বছরের জন্য ৩৪.৬০ লক্ষ টাকা।

আরো বিস্তারিত ভাবে জানতে ১৮০০ ১৮০ ৫২৩২ / ১৫৫২৩২ অথবা www.postallifeinsurance.gov.in- এই ওয়েবসাইটে লগইন করে দেখতে পারেন।

Share