Skip to content

নতুন কৌশলে গ্রাহকদের প্রতারণা করছে সাইবার অপরাধীরা! সতর্ক করল পুলিশ

  • by

যত দিন যাচ্ছে ততই সাইবার হানা বেড়ে চলেছে। প্রতারকরা বিভিন্ন কৌশলে গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলছে এবং জরুরী তথ্য হাতিয়ে নিচ্ছে। এতদিন ব্যাংকের নামে ভুয়ো ফোন কল ও ভুয়ো মেসেজ করে প্রতারণার চালাচ্ছিল সাইবার ক্রিমিনালরা। এবার তারা নতুন কৌশল এর দ্বারা গ্রাহকদের ব্যাংক একাউন্ট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য যেমন ব্যাংক একাউন্টের শেষ চারটি ডিজিট পাঠিয়ে বিশ্বাস অর্জন করছে ও প্রতারণার জালে ফাঁসাচ্ছে।

প্রতারকরা এমন ভাবে গ্রাহকদের মোবাইলে মেসেজ পাঠাচ্ছে একনজরে দেখলে আপনিও ধোঁকা খেতে বাধ্য হবেন, যে এই ম্যাসেজটি ব্যাংক থেকে পাঠানো। মেসেজটিতে লেখা থাকছে 25 অথবা 50 হাজার টাকা পর্যন্ত ক্রেডিট হয়েছে এবং ব্যাংক একাউন্ট সম্পর্কিত ডিটেইলস জানার জন্য একটি লিংক দেওয়া থাকছে। মূল কৌশল ওই লিংক টি।কোনোক্রমে ভুলবশত যদি আপনি সেই লিংকে ক্লিক করেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের টাকার উপর সমস্ত অধিকার থেকে এক মুহূর্তে বঞ্চিত হয়ে যাবে।

সাইবার

সাইবার

সাইবার ক্রিমিনালরা প্রথমত প্রবীণ নাগরিকদের টার্গেট করছে। বড় অঙ্কের টাকার প্রলোভন দেখানো হচ্ছে এবং কোনক্রমে ওই লিংকে ক্লিক করানো হচ্ছে। একবার লিঙ্ক ক্লিক হয়ে গেলে একাউন্ট নিমেষে সাফ হয়ে যাচ্ছে। সম্প্রতি এই ঘটনা 65 বছরের প্রবীণের সাথে ঘটে। তার অ্যাকাউন্টে বারবার টাকা ক্রেডিট হওয়ার জন্য একটা মেসেজ আসে এবং টাকাটি একাউন্টে পাওয়ার জন্য লিঙ্ক এ ক্লিক করতে বলা হয়। যদিও তিনি সেই লিঙ্কে ক্লিক করেন নি। লিংকে ক্লিক করলেই তার অ্যাকাউন্ট সম্পূর্ণ ফাঁকা হয়ে যেত। কোলকাতা পুলিশ এই প্রতারণা চক্র থেকে গ্রাহকদের সচেতন থাকার জন্য পরামর্শ দিচ্ছেন।

এছাড়াও সাইবার ক্রিমিনালরা ই-ওয়ালেট এর Kyc আপডেট করা হয়েছে বলেও মেসেজ পাঠাচ্ছে গ্রাহকদের নাম্বারে। আধার ও প্যান নম্বর যাচাই করার জন্য একটি লিংক দেওয়া হচ্ছে। এই লিংকটি ও আগের লিংকের মত একই রকম ভাবে কাজ করে। ক্লিক করলেই সর্বনাশ। এধরণের কোন ঘটনা ঘটলেই কলকাতা পুলিশকে তৎক্ষণাৎ অভিযোগ জানাতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। 8585063104 এই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও কোনরকম মেসেজ এলে তার কোন উত্তর না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সব সময় সজাগ ও সতর্ক থাকুন।

Share