বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে অনেক আগেই। এর সাথেই ডিজেলের দাম 90 টাকা প্রতি লিটার পেরিয়ে গেছে। এরই সাথে পাল্লা দিয়ে রান্নার গ্যাসের (LPG) দাম প্রতিদিন হুহু করে বেড়েই চলেছে। বস্তুত, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেলেই সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পায়। যা সাধারণ মানুষের কাছে যথেষ্ট চিন্তার বিষয়।
সম্প্রতি রান্নার গ্যাসের অর্থাৎ এলপিজি (LPG) সিলিন্ডারের দাম 900 টাকা পেরিয়ে গেছে। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ জনগণের কপালে। অনেকেরই অভিযোগ তাদের ব্যাংক একাউন্টে ভর্তুকির টাকা পর্যন্ত ঢুকছে না। তবে আপনার ব্যাংক একাউন্টে ভর্তুকির টাকা ঢুকছে কিনা তা আপনি নিজেই জানতে পারেন। আজ এখানে আমরা এমনই এক উপায় নিয়ে আলোচনা করব। আপনার খাতায় ভর্তুকির টাকা ঢুকছে কি না অনলাইনে এই উপায়ের সাহায্যে আপনি নিজেই দেখতে পারেন-
১) প্রথমে www.mylpg.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এই ওয়েবসাইটে গিয়ে আপনি যে সংস্থার সিলিন্ডার ব্যবহার করেন সেই সংস্থার সিলিন্ডারে ক্লিক করুন।
৩) এরপর ওয়েবসাইট খুলে গেলে সেখানে Sign in ও New user এর অপশন থাকবে। এক্ষেত্রে যদি আপনার কাছে আগে থেকে User ID থাকে তাহলে সেই Id দিয়ে log in করতে হবে। যদি না থাকে তাহলে New User এ লগ ইন করতে হবে।
৪) এরপর নতুন একটি পেজ খুলে যাবে এবং আপনার সমস্ত Cylinder booking history আসবে।
এখানে ক্লিক করলেই আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। কবে কত টাকা ভর্তুকি ঢুকেছে বা ঢুকবে তাও জানতে পারবেন।
অনেক ক্ষেত্রে আধার কার্ড যুক্ত করা না থাকলেও ভর্তুকির টাকা আসে না। আবার কারো বার্ষিক আয় 10 লক্ষ টাকা বা তার বেশি হলে ভর্তুকির টাকা পাওয়া যায় না। এই সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে 18002333555 নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারেন।