Skip to content

অক্টোবর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাঙ্কগুলির চেকবই, তালিকায় নেই তো আপনার ব্যাঙ্ক ?

আপনি যদি United Bank of India অথবা Oriental Bank of commerce এর গ্রাহক হন তাহলে এই খবরটি আপনার জন্য। সম্প্রতি Punjab national Bank জানিয়ে দিয়েছে যে, উক্ত দু’টি ব্যাংকের চেক বুক (cheque book) আগামী 1 অক্টোবর থেকে আর কার্যকরী থাকবে না। টুইট করে এমনই জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অর্থাৎ 1 অক্টোবর থেকে গ্রাহকরা ওই দুটি ব্যাংকের চেক বুক ব্যবহার করতে পারবেন না। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ট্যুইট করে জানিয়েছেন,

 

‘Oriental Bank of commerce এবং United Bank of India-এর পুরনো চেকবই (Cheque Book) 1 অক্টোবর থেকে আর গ্রহণযোগ্য হবে না। অনুগ্রহ করে সেই চেকবইয়ের বদলে নতুন IFSC এবং MICR কোডযুক্ত Punjab national Bank এর চেকবই সংগ্রহ করুন।’ কিভাবে এই নতুন চেকবুক সংগ্রহ করবেন সেটিও জানিয়ে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। গ্রাহকরা ATM , internet banking, PNB One অথবা সরাসরি কলসেন্টারে যোগাযোগ করে চেক বইয়ের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও যে কোনো রকমের সহায়তার জন্য গ্রাহকরা 1800180 2222 এই টোল-ফ্রি নম্বরে কল করতে পারে।

Cheque Book

Cheque Book

2020 এর এপ্রিল মাস থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সঙ্গে যুক্ত হয়েছে। তাই বর্তমান আপনাকে যেকোন লেনদেন সফলভাবে করার জন্য নতুন চেকবুক ব্যবহার করতেই হবে। তা না করলে আপনি সমস্যায় পড়বেন। শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নয়, এলাহাবাদ ব্যাংক এও একই নিয়ম কার্যকরী হয়েছে। তাই আপনি যদি এলাহাবাদ ব্যাংকের গ্রাহক হোন আপনি নতুন চেকবুক এর জন্য আবেদন করুন।

Share