অবসরের পর আর করতে চিন্তা হবে না। অবসর প্রাপ্ত ব্যক্তিদের জন্য মোদী সরকার খুলে দিয়েছেন ইনকামের উপায়। কেন্দ্রীয় সরকার প্রবীণ ব্যাক্তিদের জন্য ২০১৫ সালেই খুলে দিয়েছেন অটল পেনশন (atal pension Yojana) যোজনা। প্রথমে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মাথায় রেখে যোজনা শুরু হলেও বর্তমানে এই যোজনায় সকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মাসিক ১০০০,২০০০,৩০০০ অথবা ৫০০০ টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন।
আপনি যদি মাসে ১০০০০ টাকার সুবিধা নিতে চান তাহলে আপনারা দুই স্বামী-স্ত্রী আলাদা আলাদা ব্যাংক অ্যাকউন্ট খুলতে হবে। মূলত অসংগঠিত শ্রমিকদের উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়ছিল বলে এর প্রিমিয়াম কম। অটল পেনশন যোজনা খাতা খোলার জন্য যেকোন পুরুষ বা মহিলার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আপনার যদি কোনো ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি সহজেই এই যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
মনে রাখবেন, আপনি শুধুমাত্র এই যোজনায় একবারই অংশগ্রহণ করতে পারবেন। তবে, আপনি এই যোজনার দ্বিগুণ সুবিধা নিতে চাইলে আপনারা স্বামী-স্ত্রী দুজনেই এই যোজনায় অংশগ্রহণ করবেন।
যদি কেউ ১৮ বছর বয়স থেকে এই পেনশন যোজনা অন্তর্ভুক্ত হন, তাহলে তিনি ৪০ বছর বয়স পর্যন্ত ২১০ টাকা করে জমা দিলেই ৬০ বছর বয়সের পর তিনি মাসিক ৫০০০ টাকা করে পেনশন পাবেন।
যত তাড়াতাড়ি আপনি এই যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, আপনার পেনশন পাওয়ার সুবিধা ততই বেশি হবে। এক্ষেত্রে আপনার মূলধন বিনিয়োগের পরিমানও তুলনামূলকভাবে কম হবে।