বলিউড হোক কিংবা টলিউড সম্পূর্ণ বিনোদন জগতে তারকাদের মত লাইন লাইটে থাকেন তাদের সন্তানরাও। পিতা মাতা জনপ্রিয়তার পাশাপাশি তারাও জনপ্রিয়তা অর্জন করে থাকেন। এখন সম্প্রতি সেই লাইম লাইটে রয়েছেন, প্রসেনজিৎ-অর্পিতার পুত্র মিশুক ওরফে তৃষাণজিৎ (Trisanjit)।
পিতা-মাতার মতোই সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যান ফলোয়িং বাড়িয়ে চলেছেন তিনি। নিজস্ব জীবনযাপন অনেক ঘটনাই তিনি দর্শকদের সাথে শেয়ার করে নেন। সদ্য জন্মদিন পালন হয়েছে তার এবং সেখানেই প্রেমিকার সাথে ছবি শেয়ার করেছেন তিনি। তবে কে তার প্রেমিকা? কি তার আসল পরিচয়?
এই পোস্ট দেখা মাত্রই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। একটি মিরর সেলফিতে দেখা গেছে তৃষাণজিৎ সহ তার প্রেমিকাকে। সকলেই এই পোষ্টে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মিশুকের এই ঘনিষ্ঠ বান্ধবীর নাম- লিতিকা প্রসাদ (Litika Prasad)। তিনিও নিজের প্রিয় মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের।