Skip to content

JIO, AIRTEL, VI কে টক্কর দিতে BSNL এর দুর্দান্ত প্ল্যান, এক রিচার্জেই প্রত্যেকদিন 3GB ডাটা সহ 425 দিনের ভ্যালিডিটি

BSNL তার গ্রাহকদের জন্য বিশেষ কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে এবং পুরনো কয়েকটি প্ল্যান এর কিছু পরিবর্তন করেছে। প্ল্যান গুলি যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে গ্রাহকদের জন্য। বর্তমানে যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের পকেট ফাকা করে দিচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে BSNL এর প্ল্যান গুলি যথেষ্ট ভালো। BSNL এর নতুন ও পুরনো প্ল্যান এ কি পরিবর্তন করেছে তা জেনে নেওয়া যাক।

• BSNL এর 2,399 টাকার রিচার্জ প্ল্যান।

BSNL এর 2,399 টাকার রিচার্জ প্ল্যান এ আগে 365 দিনের বৈধতা(validity) দিত। এখন সেই বৈধতা বাড়িয়ে 425 দিন করা হয়েছে। এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে কল, 3 GB করে ডেটা প্রতিদিন এবং প্রতিদিন 100 টি করে SMS পাওয়া যাবে। এর সাথে Free BSNL Tunes এবং EROS NOW ও আনলিমিটেড গান পরিবর্তনের সুবিধা রয়েছে।

BSNL

• Vodafone-idea(Vi) এর 2,399 টাকার রিচার্জ প্ল্যান।

Vi এর 2,399 টাকার রিচার্জ প্ল্যান এ 365 দিনের বৈধতা(validity) দেওয়া হয়। এই প্ল্যান এ প্রতিদিন 1.5 GB করে ডেটা দেওয়া হয় সাথে 100 টি করে SMS। এছাড়াও গ্রাহকদের 1 বছরের জন্য ZEE5 এর premium সাবস্ক্রিপশন, Weekend Data Rollover, ফ্রি নাইট ডেটা এবং Vi Movies & TV Classic এর বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যায়।

• Reliance jio এর 2,399 টাকার রিচার্জ প্ল্যান।

jio এর 2,399 টাকার রিচার্জ প্ল্যান এ প্রতিদিন 2 GB করে ডেটা দেওয়া হয়। সাথে সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে কল এবং প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা দেয়। অর্থাৎ BSNL এর থেকে কম ডেটা দেয় jio। এছাড়া JioTV, JioCinema, JioNews, JioSecurity, JioCloud এর মতো অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয় এই প্ল্যান এ।

BSNL

• Airtel এর 2,498 টাকার রিচার্জ প্ল্যান।

Airtel এর 2,498 টাকার রিচার্জ প্ল্যান এ  365 দিনের বৈধতা(validity) দেওয়া হয়। এই প্ল্যান এ প্রতিদিন 2 GB করে ডেটা দেওয়া হয় সাথে 100 টি করে SMS। এছাড়াও গ্রাহকদের wynk music এর মতো অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয় এই প্ল্যান এ।

Share