বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি (Airtel, Vi , Reliance Jio) গুলি ডিসেম্বর মাসের শুরুর দিকে রিচার্জ প্ল্যান গুলির মূল্য 20 থেকে 30 শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষ যথেষ্ট সমস্যায় পড়েছে। পকেটএ পড়ছে অতিরিক্ত চাপ।
বিকল্প পথ হিসেবে সকলে যাচ্ছে দেশীয় টেলিকম সংস্থা BSNL এর দিকে। কারণ এখনও পর্যন্ত BSNL সস্তায় ভালো প্ল্যান অফার করছে গ্রাহকদের। আসুন BSNL ও Reliance Jio এর একটি রিচার্জ প্ল্যান এর তফাৎ করে দেখে নেওয়া যাক কোনটি গ্রাহকদের জন্য বেশি সাশ্রয়ী।
• Reliance Jio এর 249 টাকার রিচার্জ প্ল্যান।
249 টাকার রিচার্জ প্ল্যান এ গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে প্রতিদিন আনলিমিটেড কলিং এবং 100 টি SMS দেওয়া হয়। সাথে প্রতিদিন 2GB করে ডেটা ব্যবহার করার সুবিধা। তবে বৈধতা থাকছে 23 দিনের জন্য। প্ল্যানে Jio অ্যাপের সাবস্ক্রিপশনও পাবেন।
• BSNL এর 247 টাকার রিচার্জ প্ল্যান।
BSNL এর 247 টাকার এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি SMS পাবেন। সাথে মোট 50 GB ডেটা দেওয়া হচ্ছে। এই ডেটা ব্যবহার করার কোনো দৈনিক সীমাবদ্ধতা নেই ।আপনি নিজের প্রয়োজন অনুসারে এই ডেটা ব্যবহার করতে পারেন। সাথে Eros Now-এর সাবস্ক্রিপশনও পাবেন এই প্ল্যানে।