Skip to content

BSNL এর দুর্দান্ত প্ল্যানে বাজিমাত! মাত্র 75 টাকায় 50 দিনের বৈধতা সহ ডাটা ও কলিং এর সুবিধা

সম্প্রতি দেশের বৃহত্তম টেলিকম সংস্থা গুলি তথা এয়ারটেল (Airtel) রিলাইন্স জিও (Reliance Jio) ও Vi তাদের সমস্ত রিচার্জ প্ল্যান গুলির মূল্য কুড়ি থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষ যথেষ্ট চিন্তিত। কারণ প্রতি মাসে তাদের পকেট থেকে লাগবে অতিরিক্ত টাকা। এই পরিস্থিতিতে BSNL (Bharat Sanchar Nigam Limited) গ্রাহকদের দিল স্বস্তির খবর। মাত্র 75 টাকার রিচার্জ এ পাবেন 50 দিনের ভ্যালিডিটি সহ বিশেষ অফার। আসুন এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

BSNL

BSNL-এর এই 75 টাকার রিচার্জ প্ল্যান টির কোম্পানি নাম দিয়েছে STV_75। এই প্ল্যানটি 75 টাকায় ব্যবহারকারীদের 50 দিনের বৈধতা প্রদান করে। এই 50 দিনের জন্য, BSNL গ্রাহকরা কোনও দৈনিক সীমা ছাড়াই মোট 2 GB ইন্টারনেট ডেটা পাবেন। গ্রাহকরা 50 দিনের মধ্যে যেকোনো সময় এই 2 GB ডেটা ব্যবহার করতে পারবেন।

Bharat Sanchar Nigam Limited

75 টাকার BSNL (Bharat Sanchar Nigam Limited) প্ল্যানে উপলব্ধ কল সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক। কোম্পানির দ্বারা এতে গ্রাহকদের মত 100 মিনিট কলিং এর সুবিধা দিচ্ছে। এই ভয়েস মিনিটগুলি স্থানীয় এবং STD যে কোনও নম্বরে ব্যবহার করা যেতে পারে যা এমনকি জাতীয় রোমিংয়েও বিনামূল্যে কাজ করবে। অর্থাৎ, 75 টাকা দেওয়ার পরে, ব্যবহারকারীরা 100 মিনিট বিনামূল্যে কথা বলতে পারবেন। এই 100 মিনিট শেষ হওয়ার পরে, BSNL গ্রাহকদের ভয়েস কলিংয়ের জন্য প্রতি মিনিটে 30 পয়সা দিতে হবে।

BSNL

যেসব গ্রাহকরা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য BSNL 187 টাকার একটি প্ল্যানও চালু করেছে। এই প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলি সম্পর্কে কথা বলতে গেলে, ব্যবহারকারীরা প্রতিদিন 2 GB ইন্টারনেট ডেটা সহ আনলিমিটেড ভয়েস কল পান। এর সাথে, গ্রাহকরা প্রতিদিন 100টি SMS এর সুবিধাও পাবেন। মজার ব্যাপার হল এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের বিনামূল্যে কলার টোন(caller tune) ব্যবহার করার ও সুবিধা প্রদান করছে।

Share