Skip to content

BSNL এর দুর্দান্ত প্লানে বাজিমাত! ১০০ টাকারও কমে ২ GB ডাটা সহ ২ মাসের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

বর্তমানে ভারতের বিভিন্ন টেলিকম সংস্থাগুলি প্রতিযোগিতায় নেমে পড়েছে। গ্রাহকদের আকর্ষণীয় উপহার দেওয়ার জন্য প্রতিটি টেলিকম সংস্থা বিভিন্ন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে হাজির। সরকারি টেলিকম সংস্থা BSNL সম্প্রতি 100 টাকার কম দামে দুটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। এই প্লেন এর দাম থাকছে 75 টাকা ও 94 টাকার। এছাড়াও তার সাথে 447 টাকার আরো একটি রিচার্জ প্ল্যান যোগ করেছে। তার সাথে BSNL তার 699 টাকার প্ল্যান টি সংশোধন করেছে।

• BSNL এর 94 টাকার রিচার্জ প্ল্যান।

এই 75 টাকার STV প্ল্যান টি তে BSNL তার গ্রাহকদের 100 মিনিট ভয়েস কলিং + 3 GB ডেটা এর অফার দিচ্ছে। এই 3 GB ডেটা গ্রাহকরা কোন লিমিট ছাড়াই ব্যবহার করতে পারবে। গ্রাহকরা যদি 100 মিনিট ভয়েস কলিং শেষ করে ফেলেন তারপরের কল গুলির ক্ষেত্রে গ্রাহককে 30p/মিনিট হিসেবে কাটা হবে। এই রিচার্জ প্যাক টির বৈধতা থাকছে 90 দিনের জন্য । তার সাথে সাথে গ্রাহকরা BS’NL Tunes ব্যবহার করার সুযোগ পাচ্ছে। এই tunes এর বৈধতা থাকছে 60 দিনের জন্য।

BSNL

BSNL

• BSNL এর 75 টাকার রিচার্জ প্ল্যান।

এই 75 টাকার STV প্ল্যান টি তে BSNL তার গ্রাহকদের 100 মিনিট ভয়েস কলিং + 2 GB ডেটা এর অফার দিচ্ছে। তার সাথে সাথে গ্রাহকরা BS’NL Tunes ব্যবহার করার সুযোগ পাচ্ছে। এই রিচার্জ প্যাক টির বৈধতা থাকছে 60 দিনের জন্য।

• BSNL এর 447 টাকার রিচার্জ প্ল্যান।

এই 447 টাকার STV প্ল্যান টি তে BS NL তার গ্রাহকদের মোট 100 GB ডেটা দিচ্ছে। এছাড়াও এই প্ল্যান এর সঙ্গে EROS Now entertainment service দেওয়া হচ্ছে। শুধু এই নয় তার সাথে আনলিমিটেড ভয়েস কলিং + প্রতিদিন 100 টি করে SMS পেয়ে যাচ্ছেন। এই প্যাকটি বৈধতা থাকছে পুরোপুরি 60 দিনের জন্য।

Share