Skip to content

Jio, Airtel ও Vi কে বড় ঝাটকা দিয়ে BSNL লঞ্চ করতে চলেছে 4g পরিষেবা, সস্তায় মিলবে রিচার্জ প্ল্যান

ভারতের মধ্যে সবথেকে বড় সরকারি টেলিকম সংস্থা হল BSNL অর্থাৎ (BHARAT SANCHAR NIGAM LIMITED)। সারাবছরই অন্যান্য টেলিকম সংস্থার যেরকম JIO, AIRTEL, VI এর সঙ্গে সমান তাকে টক্কর দিয়ে আসে বিএসএনএল। বেশ কিছুদিন হল Reliance jio, Airtel, Vodafone Idea (Vi) তাদের প্রিপেইড প্ল্যান গুলোর উপর ২৫ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে।

প্রাইভেট সংস্থাগুলির এরকম বড় সিদ্ধান্ত নেওয়ার পর সিম ব্যবহারকারীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েছে। এমতো পরিস্থিতিতে BSNL তাদের গ্রাহকদের জন্য একটি বড় সুখবর নিয়ে আসছে । সম্প্রতি সরকারি এই সংস্থার তরফ থেকে গ্রাহকদের আরো সুবিধার জন্য 4G পরিষেবার কথা ঘোষণা করা হচ্ছে।

সম্প্রতি বেসরকারি সংস্থার সঙ্গে পাল্লা দেবার জন্য সরকারি সংস্থা BSNL ঘোষণা করেছে ২০২২ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই সারা ভারতে তারা 4g পরিষেবা ছড়িয়ে দেবে। সংস্থার তরফ থেকে 4জি পরিষেবার মাধ্যমে প্রায় ৯০০ কোটি টাকা পর্যন্ত লাভের আশা দেখছে।

Bharat sanchar Nigam limited

টেলিকম মন্ত্রী কিছুদিন আগে বিএসএনএল এর 4G roll-out সম্পর্কে বলেছে সারা ভারতবর্ষে প্রায় সেপ্টেম্বর মাসের সময়সীমার মধ্যে 4G সার্ভিস চালু করার চিন্তা-ভাবনা চলছে। প্রথম বছরে সরকারি সংস্থা ৯০০কোটি টাকা পর্যন্ত রাজস্ব লাভ করতে পারবে ।বিএসএনএলের এরকম একটি পদক্ষেপ বেসরকারি সংস্থাগুলোর কাছে একটি বড় চ্যালেঞ্জ।

 

সম্প্রতি এই সরকারি সংস্থা পুরোপুরিভাবে দেশীয় নির্ভর হয়ে উঠুক এমনটাই চায় সরকার। সম্পূর্ণরূপে ভারতে তৈরি জিনিস ব্যবহার করাতে পারে যেন এই টেলিকম সংস্থাটিকে সরকার সেইদিকে নজর দিচ্ছে। কিছুদিন আগেই এন এস সি এস (NSCS) এর তরফ থেকে বিএসএনএল (BSNL) 4g আপগ্রেডেশনের জন্য অনুমতি পেয়ে গেছে। 4G জন্য নোকিয়ার পার্টস কে সরকার অসুরক্ষিত বলছে এবং রীতিমত প্রত্যাখ্যান করেছে।

Share