ভারতের নেটওয়ার্ক সার্ভিস প্রদান করার সংস্থাগুলির মধ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel) অন্যতম। প্রায়ই দেখা যায় এই দুই কোম্পানি গ্রাহকদের জন্য অনেক আকর্ষণীয় প্ল্যানও অফার করেন। তবে সম্প্রতি, এয়ারটেল ও জিও-কে মার্কেটে পিছনে ফেলার তাগিদে BSNL কোম্পানি নিয়ে এল একটি দুর্দান্ত প্ল্যানের অফার। ‘ফ্রিডম-৭৫ ফাইবার বেসিক’ নামে BSNL-এর এই প্ল্যানটি গ্রাহকের জন্য এতটাই আকর্ষণীয় যে তারা জিও এবং এয়ারটেল-কেও ভুলে যেতে পারে। আসুন এই বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জেনে নি।
ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন জন্য BSNL-এর এই দুটি আর্কর্ষণীয় রিচার্জ প্ল্যান মার্কেটে লঞ্চ করা হয়েছে। তবে এই রিচার্জ প্ল্যান দুটিতে পার্থক্য আছে। প্রথম অফারে ২৭৫ টাকায় ৭৫ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে। এতে আপনারা আনলিমিটেড ডেটা পাবেন। ব্যবহারকারীরা ৩৩০০GB পর্যন্ত ৩০Mbps-র গতি পাবেন। এছাড়াও আনলিমিটেড লোকাল এবং STD কলের সুবিধা থাকবে। তবে ৭৫ দিন হয়ে গেলে প্রতি মাসে প্ল্যানটি ৪৯৯ টাকা হয়ে যাবে।
দ্বিতীয় প্ল্যানটিতে আগের প্ল্যানটির মতো ২৭৫ টাকায় ৭৫ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে। এতেও আনলিমিটেড ডেটা ডাউনলোডের সুবিধা থাকবে। ইন্টারনেট গতি পাওয়া যাবে ৩৩০০ GB পর্যন্ত 60Mbps গতিতে। এছাড়াও আনলিমিটেড লোকাল ও STD কলের সুবিধা পাওয়া যাবে। তবে ৭৫ দিন পর প্ল্যানটি প্রতি মাসে ৫৯৯ টাকায় রূপান্তরিত হবে।
BSNL-এর সমস্ত সার্কেলে প্ল্যানটি উপলব্ধ। তবে বেশ কিছু সার্কেলে এই প্ল্যানের সীমিত সময় ১৫ই অক্টোবর পর্যন্ত। আপনি যদি একটি দুর্দান্ত ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন পাওয়ার আশায় থাকেন তবে এই অফারগুলি আপনাদের জন্য সেরা। এছাড়াও যে এলাকায় Jio বা Airtel- এর ব্রডব্যান্ড কানেকশন নেই, তারা অনায়াসেই এই সুবিধা ভোগ করুন।